ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাকেত গোখলের গ্রেপ্তারির নিয়ে সরব অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের জাতীয় মুখপাত্রকে সাহসের প্রশংসা করে লিখেছেন, “যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষর জীবন নিয়ে ব্যবসা করছে, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।” ভয় পেয়ে বিজেপি গোখলেকে গ্রেপ্তার করেছে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
টুইটারে অভিষেক লিখেছেন, “যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে, তাঁদের বিরুদ্ধে ভয়ডরহীনভাবে রুখে দাঁড়িয়েছিলেন। বিজেপি ভয় পেয়ে আমাদের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ।” তিনি আরও লিখেছেন, “বিজেপি যদি মনে করে এসবে ভয় পেয়ে আমরা মাথা নত করব তাহলে এটা তাদের মূর্খামি।” গ্রেপ্তারির সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেন, “এটা অত্যন্ত খারাপ ঘটনা। দিল্লি থেকে গুজরাট যাওয়ার পথে জয়পুরে গ্রেপ্তার। এটা ন্যক্কারজনক ঘটনা।”
Fearless, he stood against the ruling dispensation that trades lives for their own profit.
In reaction, panic-stricken got our Nat’l Spokesperson arrested by Gujarat Police.
It’s their folly to think these acts of intimidation will make us to bow down!
— Abhishek Banerjee (@abhishekaitc)
অক্টোবরের শেষদিকে গুজরাটের মোরবিতে সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণ-সহ পরিকাঠামোগত দুুর্বলতা, দায়িত্বে গাফিলতির মতো নানা অভিযোগ উঠেছিল মোদি রাজ্যের এই দুর্ঘটনা ঘিরে। গুজরাট ভোটের আগে তা নিঃসন্দেহে বড় ইস্যু ছিল। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেও টুইট করেন বিষয়টি নিয়ে। তা নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার সোমবার গুজরাটে ভোট মিটতেই সেই মামলায় গোখলেকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।
জয়পুর বিমানবন্দরে আগে থেকেই হাজির ছিল গুজরাট পুলিশ। সাকেত গোখলে বিমানবন্দরে নামার পর সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। শুধু গোখলের মায়ের সঙ্গে ২ মিনিটের জন্য ফোনে কথা বলার অনুমতি দেয় পুলিশ। তারপরই তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.