Advertisement
Advertisement
AC Local Train

পুজোর উপহার! শিয়ালদহ ডিভিশনে ছুটবে জোড়া এসি লোকাল, কোন রুটে?

কোন স্টেশনে কত ভাড়া নির্ধারিত হয়েছে?

Two AC local trains will run in Sealdah division, on which route?
Published by: Suhrid Das
  • Posted:September 1, 2025 5:19 pm
  • Updated:September 1, 2025 5:20 pm   

নব্যেন্দু হাজরা: পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে আরও দুটি শাখায় এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। সেই কথাই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলে রানাঘাট-শিয়ালদহ শাখায় এসি লোকাল চলছে। একমাস ধরে চলা এই পরিষেবায় সাধারণ যাত্রীরা প্রবল উৎসাহী। এসি লোকাল ট্রেনে যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে বলেও খবর। সেই আবহে আরও দুটি এসি লোকাল চালানোর কথা ভাবছে পূর্ব রেল। এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়ে গিয়েছে। শিয়ালদহ ডিভিশনে দুটি লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ-বনগাঁ রুটে এবার ছুটবে এসি লোকাল। এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে বলে খবর।

Advertisement

সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষ্যে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষজন। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়ও হয় পুজোর দিনগুলিতে। নতুন দুটি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসেই শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে। যাত্রীরা যাতায়াতও করছে ওই ট্রেনে। আগামী দিনে অন্যান্য শাখাতেও এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে।

সেই বিষয়ে এবার সিদ্ধান্ত হয়েছে। সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। সেখানেই এই দুটি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। শিয়ালদহ-বনগাঁ শাখায় এই এসি লোকাল চলবে। বনগাঁ থেকে সেই ট্রেন আবার রানাঘাট যাবে। শিয়ালদহ থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে থাকবে। শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামবে। এরপর বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট স্টেশনে থামবে। দুটি নতুন এসি রেক নিয়ে আসা হবে বলে ডিআরএম জানিয়েছেন। মেট্রো নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে এসি রেক বৃদ্ধি করা হচ্ছে। এমনই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

শিয়ালদহ থেকে বনগাঁ এসি লোকালে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। মধ্যমগ্রাম ও বারাসত ৬০ টাকা, দত্তপুকুর ৮৫ টাকা, হাবরা ৯০ টাকা, গোবরডাঙা ও ঠাকুরনগর পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ১০৫ টাকা। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া থাকছে ১২০ টাকা। শিয়ালদহ- কৃষ্ণনগর এসি লোকালের স্টেশনের ভাড়ার তালিকাও নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে বেলঘরিয়া পর্যন্ত এসি লোকালের যাত্রীপিছু ভাড়া ৪০ টাকা। শিয়ালদহ থেকে সোদপুর, খড়দহ, বারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা। শ্যামনগর ৮৫ টাকা, নৈহাটি ৯০ টাকা, কাঁচরাপাড়া ও কল্যাণী ৯৫ টাকা, চাকদহ ১০৫ ও রানাঘাট ১২০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া ১৪০ টাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ