Advertisement
Advertisement
Alipore Zoo

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘন্টায় দুই বাঘিনীর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

মৃত্যুর প্রকৃত কারণ জানতে বাঘিনীদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Two tigress dies in Alipore zoo

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:September 10, 2025 11:53 pm
  • Updated:September 10, 2025 11:53 pm   

নিরুফা খাতুন: আলিপুর চিড়িয়াখানায় ২৪ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার পায়েলের মৃত্যু হয় । তার ঠিক পরের দিনই আর এক বাঘিনী রূপাও মারা যায়। ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও অরণ্য ভবন সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর।

Advertisement

তবে সূত্রের খবর,  আলিপুরে জোড়া বাঘিনীর মৃত্যুর তদন্ত করতে সিডব্লুইউএলডব্লুউ নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বাঘিনীদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ভিসেরা পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে। সাদা বাঘিনী রূপার জন্ম আলিপুরেই। সাদা বাঘ অনির্বাণ ও হলুদ কালো ডোরাকাটা বাঘিনী কৃষ্ণার মেয়ে ছিল। বয়স প্রায় ২১ বছর হয়েছিল। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । তার একটি পা প্যারালাইসি হয়ে গিয়েছিল।

Tigress
বাঘিনী পায়েল

হাঁটাচলা ক্ষমতা হারিয়ে ফেলেছিল বলে খবর। পায়েলকে ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে নিয়ে আসা হয়েছিল আলিপুরে। তার বয়স হয়েছিল ১৭ বছর। বৃদ্ধ বাঘিনী বহুদিন ধরে অসুস্থ ছিল। খাওয়াদাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল।মাস তিনেক আগে তার ইউএসজিও করা হয়। সেই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। চিকিৎসায় সাড়া দিয়েছিল। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ