Advertisement
Advertisement

Breaking News

home secretary

সীমান্ত সুরক্ষায় বাড়তি নজর, কেন্দ্র-রাজ্য কথা, কর্তাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

অমিত শাহর সফরের মধ্যেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।

Union home secretary met officers in WB to ensure border safety

প্রতীকী ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:June 2, 2025 11:06 am
  • Updated:June 2, 2025 11:06 am  

স্টাফ রিপোর্টার: সীমান্ত এলাকার সুরক্ষা আরও জোরদার করতে যৌথভাবে কাজ করবে কেন্দ্র ও রাজ্য। স্থল সীমান্তে কাঁটাতার এবং জল সীমান্তে ভাসমান আউটপোস্ট করে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হবে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরের মধ্যেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।

যুদ্ধের আবহ কাটলেও বাংলার মতো সীমান্তবর্তী রাজ্যের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। মিলনমেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি-সহ রাজ্যের শীর্ষকর্তারা। যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে তিন দেশ বাংলাদেশ, ভুটান ও নেপালের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের অবস্থানগত গুরুত্ব অনেকটাই বেশি। সূত্রের খবর, এদিন আন্তর্জাতিক সুরক্ষার বিষয় নিয়েই দীর্ঘ আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। কীভাবে রাজ্যের সহযোগিতায় সীমান্ত এলাকার সুরক্ষা আরও নিশ্চিত করা যায়, তা নিয়ে কথা হয়।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ কাঁটাতারের সীমান্ত রয়েছে। বেশ কিছু জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি ভৌগোলিক কারণে। কোথাও জমি-জটে আটকে রয়েছে। এইসব সমস্যাগুলি দ্রুত কাটিয়ে ফেলা কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনা হয়। শুধু স্থলভাগই নয়, জল সীমান্তও কীভাবে সুরক্ষিত রাখা যাবে, তার পরিকল্পনাও করা হয়। নদীর উপর ভাসমান আউটপোস্ট তৈরির ব্লু-প্রিন্ট তৈরি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য পুলিশও এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা করবে। সেই মতো জল সীমান্তেও বাড়তি নজর দেওয়া হবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা নিয়েও এদিন আলোচনা হয়। নিচুতলার কর্মীরা ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা সম্পর্কে যেন ওয়াকিবহাল থাকেন, তার জন্য প্রশিক্ষণের প্রস্তাবও দেওয়া হয় রাজ্যকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement