Advertisement
Advertisement
Joka IIM case

আইআইএম জোকা ধর্ষণ কাণ্ড: তৃতীয় দিনেও জবানবন্দি দিতে এলেন না নির্যাতিতা, বাড়ছে ধন্দ

আজ, শনিবার অভিযুক্ত পড়ুয়াকে ফের আদালতে পেশ করা হবে।

Victim of Joka IIM case agian absent in Court 
Published by: Subhankar Patra
  • Posted:July 19, 2025 9:06 am
  • Updated:July 19, 2025 9:08 am   

অর্ণব আইচ: তৃতীয় দিনেও গোপন জবানবন্দি দিতে এলেন না আইআইএমের নির্যাতিতা। সোম ও মঙ্গলবারের পর শুক্রবারে আলিপুর আদালতে নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি দেওয়ার দিন নির্ধারিত হয়েছিল। কিন্তু আগের দু’দিনের মতো এদিনও তিনি আদালতে গরহাজির ছিলেন বলে সূত্রের খবর।

Advertisement

আগে সোমবার ও মঙ্গলবার দু’দিন পরপর আলিপুর আদালতে তাঁকে গোপন জবানবন্দির জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। এই নিয়ে তিনবার আদালতে গোপন জবানবন্দি দেওয়া এড়িয়ে গেলেন নির্যাতিতা। বারবার গোপন জবানবন্দি দেওয়া থেকে এড়িয়ে যাওয়ার আইআইএমে ধর্ষণকাণ্ড নিয়ে ধন্দ আরও বাড়িয়ে তুলেছে। এদিকে আজ, শনিবার অভিযুক্ত পড়ুয়ার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আজ তাঁকে ফের আদালতে পেশ করা হবে।

গত ১১ জুলাই রাতে আইআইএমে পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ এফআইআর রুজু করে অভিযুক্ত পড়ুয়াকে ওই রাতেই গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার পরের দিন নির্যাতিতার বাবা ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়ে একেবারে বিপরীত বক্তব্য দেন সংবাদমাধ্যমে। নির্যাতিতার বাবাই জানিয়েছিলেন, যে মেয়ের সঙ্গে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। ধর্ষণ নিয়ে ধোঁয়াশা বাড়িয়েছেন তরুণীও। ধর্ষণের অভিযোগ দায়ের করলেও নির্যাতিতা মেডিক্যাল পরীক্ষা করাতে রাজি হননি। আদালতে গোপন জবানবন্দি দিতেও এড়িয়ে যাওয়াতেই ধর্ষণকাণ্ড নিয়ে ধন্দ আরও বাড়ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ