Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

দরজায় কালো রঙের ক্রস এঁকে উধাও, রহস্যময় যাত্রীর খোঁজে লালবাজারের শরণাপন্ন মেট্রো

সোশাল মিডিয়ায় ভাইরাল যাত্রীর কীর্তি।

Viral Video: Man spray black color inside Kolkata Metro
Published by: Sayani Sen
  • Posted:July 23, 2025 7:59 pm
  • Updated:July 23, 2025 8:00 pm  

নব্যেন্দু হাজরা: পরনে নীল টি-শার্ট, জিনস ও স্নিকার্স। চোখে চশমা। সঙ্গে রয়েছে ব্যাগ। আর হাতে কালো রং। মেট্রোর দরজায় প্রথমে ক্রস। তারপর হিজিবিজি। অজ্ঞাতপরিচয় যাত্রীকে নিয়ে দানা বেঁধেছে রহস্য। ওই ব্যক্তি কে, কেনই বা এই কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়। ওই ব্যক্তির খোঁজ পেতে মেট্রোর সিসিটিভি ফুটেজই ভরসা তদন্তকারীদের। লালবাজারের শরণাপন্ন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

Metro

চলন্ত মেট্রোয় আজব কাণ্ড নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট ওই ভিডিওটি মাসখানেক আগের। তবে সম্প্রতি সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, মেট্রোয় থাকা অন্যান্য যাত্রীরা তাঁর কার্যকলাপে বাধা দেননি।

Kolkata-Metro

দিনকয়েক ধরে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিকবার যাত্রী ভোগান্তির অভিযোগ উঠেছে। তা নিয়ে ক্ষুব্ধ আমজনতা। তার মাঝে এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। কারণ, ওই ব্যক্তির উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে নাশকতার ছকও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এই বিষয়টিকে হালকাভাবে মোটেও নিতে চায় না মেট্রো কর্তৃপক্ষ। সে কারণে লালবাজারের কাছে ওই সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে। তদন্তের কথা বলা হয়েছে। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement