সংবাদ প্রতিদিন জিডিটাল ডেস্ক: পূর্বাভাস সত্যি করে প্রতিপদের রাতেই তুমুল বৃষ্টি। টানা পাঁচঘণ্টার মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ একাধিক জেলা। শিয়ালদহে রেল লাইনে জল। যার জেরে সকাল থেকে উত্তর ও দক্ষিণ শাখায় ব্যহত ট্রেন পরিষেবা। শিয়ালদহ স্টেশন পর্যন্ত যাচ্ছে না কোনও ট্রেন। পথে নেই বাস, অটো। আংশিকভাবে চলছে মেট্রো। ফলে সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে প্রবল সমস্যায় আমজনতা।
পুজোর আনন্দ কিছুটা হলেও বৃষ্টি যে মাটি করতে পারে, সেই আশঙ্কা ছিলই। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই প্রতিপদ অর্থাৎ সোমবার রাত থেকে শুরু বৃষ্টি। সূত্রের খবর, ৫ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে খবর, যা রেকর্ড। ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র জলবন্দি মানুষ। কলকাতার বহু বাড়িতে ঢুকেছে জল। শিয়ালদহে রেলওয়ে ট্র্যাকও জলের নিচে। সেই কারণে শিয়ালদহ থেকে আপাতত পুরোপুরি বন্ধ ট্রেন পরিষেবা। উত্তর শাখায় দমদম থেকে চলাচল করলেও সকাল থেকেই বাতিল বহু ট্রেন। যা চলছে তা-ও অত্যন্ত ধীর গতিতে।
এদিকে একই পরিস্থিতি মেট্রোতেও। জলের কারণে বর্তমানে আপ ও ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। পথঘাট জলবন্দি হওয়ায় রাস্তায় নেই বাস-অটো। ফলে সাতসকালে চূড়ান্ত নাজেহাল আমজনতা।
একনজরে দেখে নিন ভোর পাঁচটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ
গড়িয়া- ৩৩২ মিমি
যোধপুর পার্ক- ২৮৫ মিমি
কালিঘাট- ২৮০.২ মিমি
তপসিয়া- ২৭৫ মিমি
বালিগঞ্জ- ২৬৪ মিমি
চেতলা- ২৬২ মিমি
মোমিনপুর- ২৩৪ মিমি
চিংড়িহাটা- ২৩৭ মিমি
পামার বাজার- ২১৭ মিমি
ধাপা- ২১২ মিমি
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিমি
উল্টোডাঙ্গা- ২০৭ মিমি
কুঁদঘাট- ২০৩.৪ মিমি
ট্যাংরা-২০১ মিমি
ঠনঠনিয়া- ১৯৫ মিমি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.