Advertisement
Advertisement
Wazahat Khan

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, অবশেষে রাজাবাজার থেকে গ্রেপ্তার ওয়াজাহাত

ওয়াজাহাতের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছিল ইউটিউবার শর্মিষ্ঠা পানোলি।

Wazahat Khan arrested from Rajabazar
Published by: Paramita Paul
  • Posted:June 9, 2025 9:29 pm
  • Updated:June 9, 2025 9:29 pm  

অর্ণব আইচ: অবশেষে ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ছিল। রাজাবাজারের একটি ফ্ল্যাটে লুকিয়েছিল সে। তার খোঁজে হাওড়া, দিঘায় তল্লাশি চালানো হয়। কিন্তু হদিশ মেলেনি। অবশেষে আজ, সোমবার রাজাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হল।

প্রসঙ্গত, এই ওয়াজাহাত খানের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছিল ইউটিউবার শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তার করা হয়। অথচ ওয়াজাহাত খানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল। বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। অসমের একটি উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সে রাজ্যের পানবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়। ওই ব্যক্তিকে ধরতে বাংলায় অসমের পুলিশ আসবে বলে জানিয়েছিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সূত্রের দাবি, সে রাজ্যের পুলিশের দল এ রাজ্যে রয়েছে। এর মধ্যেই তাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

সূত্রের খবর, গল্ফগ্রিন থানায় ওয়াজাহাতের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এমনকী, কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছিল। সেই সূত্র ধরেই চলছিল তল্লাশি। রাজাবাজারের একটি ফ্ল্যাটের চারতলা থেকে তাকে গ্রেপ্তার করা হল। মঙ্গলবার আদালতে তোলা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement