Advertisement
Advertisement
CPM-Congress

কালীগঞ্জ উপনির্বাচনে বাম-কং জোট জটিলতা! আলিমুদ্দিনের প্রস্তাব ‘নিমরাজি’ বিধান ভবন

আগামী ১৯ জুনের উপনির্বাচনে দু'পক্ষই প্রার্থী দিতে চায়।

WB By-Elections: Complication in CPM-Congress alliance in Kaliganj by-election
Published by: Sucheta Sengupta
  • Posted:May 28, 2025 9:32 pm
  • Updated:May 28, 2025 9:36 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কালীগঞ্জ উপনির্বাচনের জন্য ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক শিবির। সেখানকার প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ লড়বেন ঘাসফুল শিবিরের হয়ে। এবার পালা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা। এই উপনির্বাচনে বিরোধী বাম-কংগ্রেসের জোট হবে নাকি তারা আলাদা লড়বে? তা এখন লাখ টাকার প্রশ্ন। জোট জট তৈরি হয়েছে আলিমুদ্দিনের প্রস্তাব বিধান ভবনের পছন্দ না হওয়ায়। শোনা যাচ্ছে, কালীগঞ্জে সিপিএম প্রার্থী দিতে চায় এবং কংগ্রেস যাতে তা সমর্থন করে, সেই প্রস্তাব নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ফোন করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে। তবে সেই প্রস্তাবে নিমরাজি বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আর তাতেই জোটে জট।

Advertisement

মঙ্গলবার কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া ছিল, ওখানে সিপিএম প্রার্থী দেবে। তাঁকে সমর্থনের প্রস্তাব রাখা হবে কংগ্রেসের কাছে। সেইমতো বিমান বসু ফোন করেন প্রদীপ ভট্টাচার্যকে। জানান, আগামী ১৯ জুনের ভোটে সিপিএম প্রার্থীকেই সমর্থন দিক কংগ্রেস। এই কথোপকথনের ভিত্তিতে বিধান ভবনে প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার ও অমিতাভ চক্রবর্তীর মধ্যে বৈঠক হয়। সূত্রের খবর, আলিমুদ্দিন প্রস্তাব মেনে শুভঙ্কর সরকার জোটে রাজি হননি। জাতীয় স্তরে দলের অবস্থার কথা তুলে ধরে একক লড়াইয়ে বাড়তি সুবিধার কথা তিনি বোঝান বাকি দুজনকে।

এরপর প্রদীপবাবুর অনুরোধ মেনে প্রদেশ কংগ্রেস সভাপতি ফোনে কথা বলেন বিমান বসুর সঙ্গে। কালীগঞ্জ আগে কংগ্রেসের গড় ছিল, এখনও সেখানে হাত শিবিরের ঘাঁটি রয়েছে, জেলায় সক্রিয় কংগ্রেস কর্মীরা – এসব যুক্তির কথা বলে শুভঙ্কর বোঝাতে চান, কংগ্রেস নিজেদের প্রার্থী দিয়ে লড়াইয়ে থাকবে। তবে জোট প্রস্তাব নিয়ে আলোচনা এগোতেই পারে। ফলে জোটে জট আপাতত বিদ্যমান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ