ফাইল ছবি
মলয় কুণ্ডু : ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণে নয়া বিধি আনছে রাজ্য সরকার। সরকারি তালিকায় থাকা অনগ্রসর শ্রেণির সংখ্যাও বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি। নবান্ন সূত্রে খবর, বিধি চূড়ান্ত করা হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়েই তাতে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আগামী বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণের এই নয়া বিধি পেশ করা হবে।
একটি মামলার ভিত্তিতে ২০১০ সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টও হাই কোর্টের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য। সেই সমীক্ষার ফলের উপর ভিত্তি করেই নয়া বিধি চূড়ান্ত করেছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, আগে তালিকায় ৬৬টি অন্যান্য অনগ্রসর শ্রেণির নাম ছিল। সমীক্ষার পর সেই তালিকা থেকে দু’টি শ্রেণির নাম আপাতত বাদ গিয়েছে। তা নিয়ে আরও সমীক্ষা হবে। বাকি ৬৪টি অনগ্রসর জাতির সঙ্গে আরও ৭৬টি নতুন অন্যান্য অনগ্রসর শ্রেণি তালিকাভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে এখন তালিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণির সংখ্যা বেড়ে হল ১৪০। অর্থাৎ, ৭ থেকে বেড়ে হল ১৭ শতাংশ। এদিন নবান্ন মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সংরক্ষণ বিধি পেশ করা হয়। নবান্ন সূত্রে খবর, আগামী ৯ জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। এই পর্বেই এটি বিল আকারে নিয়ে আসবে রাজ্য সরকার।
হাই কোর্টে ওবিসি মামলার শুনানি আগামী ১৯ জুন। কী পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে, হলফনামায় ‘রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’-কে তা জানাতে নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ, অবিলম্বে সংরক্ষণের সমীক্ষা নিয়ে কমিশনকে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে। এনিয়ে সংশ্লিষ্ট বিডিওদেরও নির্দেশ দিতে হবে। যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণের বার্তা থাকবে। এই মামলায় ‘ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকেও’ যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সমীক্ষার কাজই কার্যত সেরে ফেলা হয়েছে। এরপরই তৈরি হয়েছে নয়া বিধি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.