Advertisement
Advertisement
Mamata Banerjee

কবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন? বাণিজ্য সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে দিনক্ষণ ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা।

WB CM Mamata Banerjee announces Digha's Jagannath Temple to inaugurate on 29th April
Published by: Sayani Sen
  • Posted:February 5, 2025 5:03 pm
  • Updated:February 5, 2025 5:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৯ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এই ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Advertisement

২২ একর জমির উপর তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। আগামী আরও কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে সরকার। জগন্নাথ মন্দিরে আলাদাভাবে ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম, বিশ্রাম নেওয়ার জায়গা থাকবে। পুজো দেওয়ার সামগ্রী বিক্রির আলাদা জায়গা থাকবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরে জিনিসপত্র বিক্রির ব্যবস্থাও করা হবে। দোকান করবেন সনাতন ধর্মের লোকেরাও। পুরীর খাজার মতো দিঘায় মিলবে বাংলার ক্ষীরের গজা, প্যাড়া, গুজিয়া। এগুলোর জন্য আলাদা আলাদা ঘর তৈরি করে হবে ট্রাস্টি। মার্বেলের মূর্তি তৈরির কাজ শেষ। নিম কাঠের মূর্তি বানানোর কাজ চলছে। এই মূর্তিকে সামনে রেখেই পুজো হবে।

এছাড়াও তৈরি হবে লক্ষ্মীর মন্দিরও। বানানো হবে চৈতন্যদ্বারও। সেখানে থাকবে শ্রীচৈতন্যদেবের মূর্তি। এটাই হবে মূল দ্বার। নাম হবে, ‘চৈতন্যদ্বার জগন্নাথ ধাম।’ পুরীর মতোই এখানেও ধ্বজা তোলার ব্যবস্থা থাকবে। এনিয়ে পুরীর সদস্যদের সঙ্গেও কথা হয়েছে। সেখানকার মন্দিরে ধ্বজা তুলতে পারেন এমন কয়েকজনকে দিঘার মন্দিরে পাঠানোর অনুরোধও জানিয়েছে মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, দিঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে একটি ঘাট তৈরি করে দেবে হিডকো। জেলা পরিষদের বাড়ি অধিগ্রহণ করে তৈরি হবে পুলিশ পোস্ট। এছাড়া, স্বাস্থ্যকেন্দ্র ও অগ্নি নির্বাপণ কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে।

গত বছরের শেষে দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনের পর নীলনকশা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিজের অ্যাকাউন্ট থেকে ইসকনকে ৫ লক্ষ টাকা অনুদান দেবেন। তা দিয়ে রথযাত্রার সোনার ঝাড়ু তৈরি করা হবে। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড তৈরি করেন। মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি ওই ট্রাস্টি বোর্ডের সদস্য হবেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দিঘার মাসির বাড়ি জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করতেন। রাজ্য-দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের মানুষকে দিঘার মন্দিরে আসার আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ