Advertisement
Advertisement
Mamata Banerjee

‘আপনার মন্ত্রী তাঁকেও ছাড়লেন না’, কর্নেল কুরেশিকে বিতর্কিত মন্তব্যের জোর সমালোচনায় মমতা

মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

WB CM Mamata Banerjee attacks BJP minister for slam Sofiya Qureshi
Published by: Sayani Sen
  • Posted:June 18, 2025 5:26 pm
  • Updated:June 18, 2025 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের সমালোচনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান দিবস নিয়ে পালন নিয়ে কেন্দ্রকে বুধবার একহাত নেন তিনি। সেই সময় এই ইস্যুতে মুখ খোলেন তিনি।

নবান্নে সাংবাদিক বৈঠকে জোরাল সমালোচনার দৃশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের সম্মান নিয়ে আপনারা খেলা করেন। আপনার মন্ত্রী, সাংসদরা কী সব কথা বলেন। সেনাদের নিয়েও কী বলেন, ম্যাডাম কুরেশিকে কী বলেছেন? যিনি পহেলগাঁওয়ের সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ধর্মনিরপেক্ষ দেশ বলে উল্লেখ করেছিলেন। ওঁকে নিয়ে গর্বিত হওয়া উচিত ছিল। কিন্তু আপনার মন্ত্রী তাঁকেও ছাড়লেন না।” তিনি এদিন আরও বলেন, “পহেলগাঁও সন্ত্রাসের পর সকলে বিশেষ অধিবেশনের কথা বলেছিল, সেটা করেননি। আমাদের দল ৫টি প্রশ্ন করেছিল। কোনও উত্তর দেননি।”

প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে। তিনি বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।”

সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত। কিন্তু এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার মুখে পড়েন বিজয়। মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির তরফেও রীতিমতো তিরস্কার করা হয় বিজয়কে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজয়কে তিরস্কার করে সুপ্রিম কোর্টও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement