ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রান্নার গ্যাস (LPG Price Hike)-সহ জ্বালানির লাগাতার দামবৃদ্ধির সঙ্গে ব্রিটিশদের ভারত লুট ‘গ্রেট ইন্ডিয়ান লুটের’ সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। একইসঙ্গে লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনাও করলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রকে মমতার বার্তা, “দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন।”
৫ রাজ্যের ভোটের পর থেকেই দেশে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। চলতি মাসে একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি করেছে কেন্দ্র। যার দরুন কলকাতায় এলপিজির দাম এক হাজার টাকা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সাম্রাজ্যবাদি শক্তির সঙ্গে বিজেপির তুলনা টানলেন বাংলার মুখ্যমন্ত্রী।
ভারতে সাম্রাজ্যস্থাপন করে ব্রিটিশরা এদেশের ধনসম্পত্তি লুট করেছে। ইতিহাসবিদরা এই লুটপাটকে ‘গ্রেট ইন্ডিয়ান লুট’ হিসেবে চিহ্নিত করেন। বিজেপির বর্তমান আচরণের সঙ্গে ‘গ্রেট ইন্ডিয়ান লুটের’ তুলনা টানলেন মুখ্যমন্ত্রী। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদি সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে।” একইসঙ্গে তিনি লেখেন, “সংবাদমাধ্যমকে চুপ থাকতে দেখে খারাপ লাগছে।”
The Union government must immediately STOP TORMENTING the people of India!
By repeatedly increasing prices, prices & prices of , is actually conducting a . PEOPLE ARE BEING FOOLED.
Sad to see the Media SILENT & BLIND.
— Mamata Banerjee (@MamataOfficial)
জ্বালানি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের তরফে সরব হয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে দিয়েছে। দাম ১ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। যারা দু’টি সিলিন্ডার মাসে ব্যবহার করেন তাদের বছরে ২৪ হাজার টাকা খরচ। ৪৫ দিনের মধ্যে দুবার ৫০ টাকা বাড়ানো হল। এক বছরে ২০০ টাকা বেড়েছে গ্যাসের দাম।” সরব হয়েছেন বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম নিয়েও। তৃণমূলের রাজ্যসভার সাংসদ বলেন, “বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে ১০২ টাকা করে। এর প্রভাব পড়বে শিল্পদ্রব্যেও।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.