Advertisement
Advertisement
Mamata Banerjee

‘মীরজাফর হয়ে যাবে না তো?’, ‘শাহী’ ষড়যন্ত্রে মোদিকে সতর্ক করলেন মমতা

খগেন মুর্মুর উপর হামলার নেপথ্য কারণ নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বকে নিশানা করেন মমতা।

WB CM Mamata Banerjee warns Narendra Modi about Amit Shah
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2025 7:00 pm
  • Updated:October 8, 2025 7:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অমিত শাহকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে ‘মীরজাফর’ বলে তোপও দাগেন তিনি।

Advertisement

বুধবার বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে নিশানা করেন। বলেন, “বলতে খারাপ লাগছে, ভোটের জন্য টাকা আছে, ত্রাণের জন্য টাকা নেই, এটাই এই সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। উল্টে দুর্যোগের মধ্যেও কুৎসার রাজনীতি করে চলেছে।” আরও একবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। এই ইস্যুতে সরাসরি শাহকে নিশানা করেন। বলেন, “কমিশন বলছে ১৫ দিনের মধ্যে এসআইআর করতে হবে! কমিশন কি বিজেপির অধীনে নাকি? আসলে সবটাই চলছে অমিত শাহের নির্দেশে। যেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!” এরপর প্রধানমন্ত্রীকে তাঁর পরামর্শ, “সব বিষয়ে অমিত শাহকে ভরসা করবেন না। বেশি বিশ্বাস করলে মীরজাফরের মতো পরিণতি হতে পারে। আমি দুঃখিত এই কথা বলতে হচ্ছে।”

উত্তরবঙ্গের দুর্গত এলাকায় গিয়ে খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার নেপথ্য কারণ নিয়েও এদিন সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যে এলাকায় ঘটনা ঘটেছে, সেটা তো বিজেপির এলাকা। এমপি, এমএলএ সবই বিজেপির। চ্যারিটি বিগিনস অ্যাট হোম! এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নয় তো?” মুখ্যমন্ত্রীর মতে, “বন্যা বা দাঙ্গার মতো পরিস্থিতিতে এমন ক্ষোভ হতেই পারে। কারণ, ঘর বাড়ি হারিয়ে মানুষের মাথা ঠিক থাকে না। তবে তদন্ত চলছে। কেউ ছাড় পাবে না। এভাবে ৩০-৪০টা গাড়ি নিয়ে পুলিশ প্রশাসনকে না জানিয়ে দুর্গত এলাকায় ঢুকে পড়া কতটা যুক্তিসঙ্গত? আগে তো মানুষকে উদ্ধার করতে হবে! লোক দেখানো কনভয়ে কী হবে?” বলে রাখা ভালো, এর আগে হাসপাতালে গিয়ে জখম খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।  প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ডিভিসিকেও তোপ দাগেন। বলেন, “মানুষের দুর্দশার সময় এই জলছাড়া কেন?”   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ