Advertisement
Advertisement
Fake Passport

পাসপোর্ট যাচাইয়ের নিয়মেই গ্যাঁড়াকল! ফাঁকফোকর নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের ডিজির

জেলাস্তরে পাসপোর্ট যাচাইয়ের নিয়মেও বদল করা হচ্ছে।

WB DG writes to center on irregularities on passport
Published by: Paramita Paul
  • Posted:December 29, 2024 1:53 pm
  • Updated:December 29, 2024 1:53 pm   

অর্ণব আইচ: জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে এসেছে, ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। অথচ পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ের দায়িত্ব পাসপোর্ট কর্তৃপক্ষের। সেই নিয়মেই রয়েছে গ্যাঁড়াকল! সেক্ষেত্রে একাধিক ফাঁক রয়েছে বলে অভিযোগ রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারের। বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। পাশাপাশি জেলাস্তরে পাসপোর্ট যাচাইয়ের নিয়মেও বদল করা হচ্ছে।

Advertisement

রবিবার সাংবাদিক সম্মেলন করেন রাজীব কুমার। তিনি জানান, এবার থেকে জেলাস্তরে পাসপোর্টের জন্য জমা পড়া নথি যাচাইয়ের সম্পূর্ণ দায় জেলার পুলিশ সুপারের উপর। কলকাতার ক্ষেত্রে হলে ডেপুটি পুলিশ কমিশনারের উপর। রাজ্য পুলিশের ডিজি জানান, পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ের দায়িত্ব পাসপোর্ট কর্তৃপক্ষের। সেক্ষেত্রে একাধিক ফাঁক রয়েছে। পুলিশের অভিযোগ, এই ফাঁককে কাজে লাগিয়ে জাল পাসপোর্ট বানিয়ে নিচ্ছে অনেকে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। চিঠিতে সকল বিষয় তুলে ধরা হয়েছে। যাতে এবিষয়ে কড়া আইন বা নিয়মাবলি প্রণয়ন করা যায়। জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সীমান্তের ওপারে অশান্ত পরিস্থিতি। মাথাচারা দিয়েছে ভারত বিদ্বেষ। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এপাল সন্ত্রাসের জাল বুনছে জেহাদিরা। এমন অবস্থায় বর্ষশেষ ও বর্ষবরণের অনুষ্ঠানে মাতবে তিলোত্তমা। স্বাভাবিকভাবেই অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রাজ্য পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ