Advertisement
Advertisement
CV Anand Bose

বিতর্কের মাঝেই SIR-এর সমর্থনে রাজ্যপাল আনন্দ বোস, মুখ খুললেন বাঙালি ‘হেনস্তা’ নিয়েও

বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের রুটিন কাজ বলে মনে করেন রাজ্যপাল।

WB Governor CV Anand Bose supports SIR and speaks on alleged torture bengali
Published by: Sucheta Sengupta
  • Posted:August 8, 2025 4:36 pm
  • Updated:August 8, 2025 5:01 pm   

সুদীপ রায়চৌধুরী: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে এই মুহূর্তে তুঙ্গে তরজা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এর বিরোধী। তাদের আশঙ্কা, এভাবে এসআইআরের মাধ্যমে আসল ভোটার নাম বাদ দিয়ে ভুয়ো নাম তোলা হতে পারে। একইসঙ্গে এই বিশেষ নিবিড় সংশোধন এনআরসি চালুর ‘ষড়যন্ত্র’ বলেও মনে করছে তৃণমূল। এই পরিস্থিতিতে অবশ্য এসআইআর-কে সমর্থনই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার রাজভবনের এক অনুষ্ঠানের রাজ্যপাল বললেন, ”বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের রুটিন কাজ। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেদিকে নজর রেখে এই ব্যবস্থা।” তাঁর এই মন্তব্য রাজ্যের শাসক শিবিরের বিরোধী। ফলে এসআইআর নিয়ে ফের দু’পক্ষ সংঘাতে জড়াতে চলেছে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

Advertisement

শুক্রবার রাজভবনের ওই অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার মধ্যে অন্যতম এই মুহূর্তের সবচেয়ে আলোচ্য বিষয় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। তাতে যে রাজ্যপালের পূর্ণ সমর্থন আছে, তা স্পষ্ট করেই তাঁর মত, ”বিষয়টি নিয়ে ভিন্নমত থাকতেই পারে। কিন্তু আমি মনে করি ঐক্যমত্য প্রয়োজন। মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পারেন, সেদিকে নজর রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। এসআইআর নির্বাচন কমিশনের রুটিন কাজ।”

এদিন বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ ইস্যু নিয়েও মুখ খুলেছেন আনন্দ বোস। বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যর বিতর্কিত পোস্টের জবাব এড়িয়ে ‘বাংলার মাটি, বাংলার জল’ অর্থাৎ রাজ্য সঙ্গীত গেয়েছেন তিনি। তারপর বলেন, ”এটা এমন একটা বিষয় যা জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণের মতো। আশা করি, এর ন্যায়বিচার হবে।”  অর্থাৎ বাংলা ও বাঙালির উপর অত্যাচারের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিতে পারেননি রাজ্যপালও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ