অপরাজিতা সেন: বাংলার রাজভবনে কি বদল আসন্ন? সূত্রের খবর, খুব শিগগিরই রাজ্যপাল পদ থেকে সরে যেতে চলেছেন ড. সি ভি আনন্দ বোস। তাঁর জায়গায় আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। জুনে তাঁর অবসরগ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যে অবসর নিয়ে নিয়েছেন। অবসরগ্রহণের পর তাঁর একটি বিদেশ সফরের কথাও রয়েছে। ফিরে বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাতের এই আইন বিশেষজ্ঞ। এর আগে তিনি গুজরাটের আইন দপ্তরের সচিবও ছিলেন, নরেন্দ্র মোদি যখন সেখানকার মুখ্যমন্ত্রী।
এরপর গুজরাট হাই কোর্টের বিচারপতি হন। তারপর সুপ্রিম কোর্টের। আনন্দ বোস অসুস্থতার কারণেই সরে যাচ্ছেন, নাকি অন্য কোনও কারণ আছে, তা নির্দিষ্টভাবে জানা যায়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের শীর্ষমহল মোটামুটি রাজ্যপাল বদলের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। মহিলা আইনজ্ঞ রাজ্যপালকে রাজভবনে বসিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যেতে চাইছে কেন্দ্র। শেষমুহূর্তে কোনও সিদ্ধান্ত বদল না হলে বোসের বিদায় এবং বেলার আগমন কার্যত নিশ্চিত।
বিচারপতির চেয়ারে বসে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন বেলা। সুপ্রিম কোর্টে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মামলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। একাধিক মামলার সময় তাঁকে নিয়ে নানা চর্চা চলেছিল। দিল্লি ও গুজরাটের আইনজীবীদের একাংশের অভিযোগ, তিনি বিজেপি ঘনিষ্ঠ। এর জেরে তাঁর বিদায় সংবর্ধনার অনুষ্ঠানটি নিয়েও মতপার্থক্য হয়ে যায়। বিচারপতি থাকাকালীন একাধিক আইনজীবীর সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন বেলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.