Advertisement
Advertisement
Ghatal Master Plan

ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হওয়ার নেপথ্যে কেন্দ্র, হাই কোর্টে দাবি রাজ্যের

আগামী চার সপ্তাহের মধ্যে এই মামলার ফের শুনানির সম্ভাবনা।

WB govt slam centre in Calcutta HC over Ghatal Master Plan issue
Published by: Sayani Sen
  • Posted:August 18, 2025 7:02 pm
  • Updated:August 18, 2025 7:02 pm   

গোবিন্দ রায়: ঘাটাল মাস্টারপ্ল্যানের অগ্রগতি না হওয়ার নেপথ্যে কেন্দ্র। রাজ্য নিজেদের উদ্যোগে কাজ শুরু করেছে। হলফনামা দিয়ে সোমবার স্পষ্ট সেকথা জানাল রাজ্য। এই মামলায় কেন্দ্রীয় সরকারকে পক্ষভুক্ত করার কথা জানায় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী চার সপ্তাহের মধ্যে এই মামলার ফের শুনানির সম্ভাবনা।

Advertisement

বলে রাখা ভালো, ঘাটাল মূলত শীলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর নদের শাখা নদী ঝুমির লীলাভূমি হিসাবে পরিচিত। তখনকার আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলস্বরূপ স্থানীয় ভূস্বামীরা এই নদীগুলির বন্যা ঠেকাতে সার্কিট বাঁধ দিয়ে নিজেদের জমিদারিতে নিচু এলাকাগুলিকে বন্যা থেকে বাঁচিয়ে আবাদি জমি বাড়ানোর উদ্যোগ নেন। সেই জমিদারি জমানা আর নেই। কিন্তু জমিদারি বাঁধগুলি আজও রয়ে গিয়েছে। এই জমিদারি বাঁধগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর হয়ে পড়েছে। তার ফলে বাঁধগুলি ভেঙেই মূলত ঘাটাল এলাকায় বন্যা দেখা দেয় ফি বছর। উলটোদিকে জোয়ারের সঙ্গে আসা পলি নদী বাঁধ উপচে ছড়িয়ে পড়তে না পেরে নদীতেই জমতে থাকে পলি মাটি।

ফলে নদীর জলধারণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আর ফি বছর বন্যা প্রবণতাও বাড়তে থাকে। এই সমস্যা মেটাতে ঘাটাল মাস্টারপ্ল্যানের ভাবনা। কেন্দ্রের আর্থিক বঞ্চনায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ। এই প্রকল্প বাস্তবায়নে ভোটের আগে রাজ্যের তরফে ১ হাজার ২৫০ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়। প্রকল্প বাস্তবায়িত হলে আর বানভাসি হতে হবে না ঘাটালবাসীকে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আরামবাগে দেবকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, রাজ্য সরকারের টাকায় তা বাস্তবায়িত করে। দেবের ‘আবদার’ মেনে ওই টাকা দেওয়া হবে জানিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী ধাপে ধাপে এগোচ্ছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ