নব্যেন্দু হাজরা: সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি দিল রাজ্য। সোমবারের বৈঠকে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় মন্ত্রিসভা, এমনই খবর সূত্রের। বৈঠকে ঠিক হয়েছে নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বাহিনীকে। সেখানে আউট পোস্ট তৈরি হতে পারে আবার সীমান্তে বেড়া দেওয়ার কাজও করা হতে পারে।
জানা গিয়েছে, বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, এদিন রাজ্য মন্ত্রিসভায় সেই আবেদন অনুমোদিত হয়েছে। জমি দেওয়া হচ্ছে নদিয়ার করিমপুরে। তবে এ বিষয়ে এখনও বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সাম্প্রতিক পরিস্থিতিতে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-বাংলাদেশ সীমান্ত। চোরাচালানের চেষ্টা চলছে। হচ্ছে অনুপ্রবেশও। এমন পরিস্থিতিতে সীমান্তে বেড়া দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করেছে, সীমান্তে বেড়া দেওয়া, প্রয়োজনীয় আউটপোস্ট তৈরির জমি দিচ্ছে না রাজ্য় সরকার। সেই অভিযোগ সর্বৈব মিথ্যে বলে প্রমাণ হয়ে গেল এদিন। মন্ত্রিসভার বৈঠকে বিএসএফকে জমি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.