পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় আজ মাধ্যমিকের ফল (Madhyamik Result 2025)ঘোষণা। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে সরাসরি ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। প্রথম দশে কারা? কলকাতাকে কি এবারও টেক্কা দেবে জেলার ছাত্রছাত্রীরা? প্রতিমুহূর্তের আপডেট দেখুন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ।
সকাল ১১.১০: মাধ্যমিক উত্তীর্ণদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যারা উত্তীর্ণ হতে পারলেন না, তাঁদের বললেন, ‘হতাশ হবে না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।’
এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি।
তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও…
— Mamata Banerjee (@MamataOfficial)
সকাল ৯.৩৭: ষষ্ঠ স্থানে অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), রুদ্রনীল মান্না (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল), অঙ্কন মণ্ডল ও অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০।
সকাল ৯.৩৬: পঞ্চম স্থানে সিঞ্চন নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), প্রাপ্ত নম্বর- ৬৯১।
সকাল ৯.৩৫:মাধ্যমিকে চতুর্থ বর্ধমানের কেতুগ্রামের মহম্মদ সেলিম।
সকাল ৯.৩৩: তৃতীয় স্থানে ইশানী চক্রবর্তী (কোতুলপুর সরোজবাসিনী স্কুল) ও সুপ্রতিক মান্না (কাঁথি হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৯৩। চতুর্থ স্থানে মহম্মদ সেলিম। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২।
সকাল ৯.২২: যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস ও সৌম্য পাল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৪।
সকাল ৯.১৭: প্রথম দশে ৬৬ পড়ুয়া। প্রথম স্থানে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯.৯৩ শতাংশ।
সকাল ৯.০৫: প্রকাশিত । পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়ে কালিম্পং, তৃতীয়ে কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৮৬.৫৬ শতাংশ।
সকাল ৯.০২: ফলপ্রকাশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিবকে কৃতজ্ঞতা জানালেন পর্ষদ সভাপতি। মাধ্যমিকের সঙ্গে সকলকে ধন্যবাদ জানালেন তিনি।
সকাল ৯.০০: সাংবাদিক বৈঠক শুরু পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। জানালেন, এবার পরীক্ষা দিয়েছেন ৯, ৬৯, ৪২৫ জন। গত বছরের তুলনায় এবছর ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে।
সকাল ৮.৪২: ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে সরাসরি ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা।
সকাল ৮.৪০: আর মাত্র ২০ মিনিটের অপেক্ষা। সকাল ৯ টায় মাধ্যমিকের ফল ঘোষণা করবেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.