Advertisement
Advertisement

Breaking News

SSC

নির্বিঘ্নে সম্পন্ন SSC-র দ্বিতীয় দফা, ‘মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড হবে’, ঘোষণা ব্রাত্যর

আজ এসএসসি-র একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা ছিল।

WB minister Bratya Basu assures that second phase of SSC compeleted without any complain
Published by: Sucheta Sengupta
  • Posted:September 14, 2025 3:31 pm
  • Updated:September 14, 2025 4:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নেই এসএসসি-র দ্বিতীয় দফা পরীক্ষা সম্পন্ন হল। পরীক্ষা শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবছর স্কুল সার্ভিস কমিশন যেসব নয়া পদ্ধতি অবলম্বন করেছে, তার কয়েকটি উল্লেখ করলেন শিক্ষামন্ত্রী। জানালেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। দু’বছর তা সংরক্ষিত থাকবে। ওই মডেল উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের কারও কোনও আপত্তি থাকলে, তা পাঁচদিনের মধ্যে ওয়েবসাইটেই জানাতে হবে। এরপর নির্দিষ্ট সময় পর ফলাফল প্রকাশিত হবে। জানানো হবে, কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য। এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে।

Advertisement

এসএসসি সংক্রান্ত একাধিক তথ্য দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় ভিনরাজ্য থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ৩৬২। আর আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপ্রদেশ, বিহারের মতো ভিনরাজ্য থেকে ১৩ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী ছিলেন। এই তথ্য দিতে গিয়ে সেসব রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না শিক্ষামন্ত্রী। জানালেন, আজকের পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ৪৬ হাজারের বেশি। আবেদনকারীর ৯৩ শতাংশই পরীক্ষায় বসেছেন। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে। ব্রাত্য বসু এও জানান, উত্তরপত্রের স্ক্যান করা ইমেজ সংরক্ষণ করা হবে ১০ বছরের জন্য।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণিতে হিন্দি ভাষার জন্য শূন্যপদের সংখ্যা ৩৭০। তার জন্যই মূলত ভিনরাজ্যের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বসছেন। আগামী নভেম্বর থেকে ইন্টারভিউ নেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে নিয়োগ হচ্ছে। তার জন্যই ৭ ও ১৪ সেপ্টেম্বর, দু’দিন ধরে পরীক্ষা নেওয়া হল। এখন ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র তকমা মুছে দ্রুত স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগের অপেক্ষায় চাকরিপ্রার্থী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ