Advertisement
Advertisement
Chandranath Sinha

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে ‘সহযোগিতা’, আদালতের নির্দেশ মেনে ইডি দপ্তরে কারামন্ত্রী

বিচারক রায়ে জানিয়েছিলেন ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে।

WB minister Chandranath Sinha appears to ED

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 25, 2025 11:25 am
  • Updated:September 25, 2025 2:53 pm   

বিধান নস্কর, বিধাননগর: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আদালতের রায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিন্তু মন্ত্রীকে হেফাজতে নিতে পারবে না। বৃহস্পতিবার ইডি দপ্তরে ঢোকার সময় মন্ত্রী জানান, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন। পাশাপাশি জানিয়েছেন এখনও পর্যন্ত নতুন কোনও নথি তাঁর থেকে চায়নি তদন্তকারী সংস্থা।

Advertisement

বুধবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখে ব্যাঙ্কশাল আদালত। তবে বিচারক রায়ে জানিয়েছিলেন, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মোতাবেক ইডির দপ্তরে হাজিরা দিলেন কারামন্ত্রী।

বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডির অভিযোগ নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। ২০২৪ সালে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। আদালতে আত্মসমপর্ণ করে জামিন পান মন্ত্রী। পরে ইডি তাঁকে ৭ দিনের হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়। সেখানে ইডির আইনজীবী জানান, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মোবাইল পাওয়া গিয়েছে। যা যা লিংক পাওয়া গেল ওনার বিরুদ্ধে আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাঁকে হেফাজতে নিতে চাই।” বিচারক ইডিকে ভর্ৎসনা করে বলেন, “২৪ সালের মার্চ মাসে ওনার বাড়িতে সার্চ করেছিলেন। ওই সময় আপনাদের কাছে যাবতীয় স্টেটমেন্ট, নথি ছিল। ১১ মাস চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন?” বুধবার রায়ে বিচারক জানিয়েছেন, তিনি মনে করেন না মন্ত্রীকে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলেন। সেই মোতাবেক হাজিরা দিলেন মন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ