গোবিন্দ রায়: পটাশপুরে বিজেপি কর্মীর চোখ নষ্টের ঘটনায় এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে, মামলাকারী অলোক ভূঁইয়া ও তাঁর পরিবারকে পুলিশি নিরাপত্তায় সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই অপরাধে কেন লঘু ধারা দেওয়া হল, বিচারপতির প্রশ্নের মুখে পুলিশ।
অভিযোগ, ২৫ জুন পটাশপুরের ধন্দা বাজারে ভোটে (Panchayat Vote 2023) বিজেপির দলীয় পতাকা টাঙাতে গিয়ে রাজনৈতিক সংঘর্ষে ডান চোখ নষ্ট হয় অলোক ভুঁইয়ার। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস সমর্থকদের দিকে। এমনকি তারা তারপর থেকে ঘরছাড়া ছিল বলেও অভিযোগ। যার প্রেক্ষিতে মামলা দায়ের হয় হাই কোর্টে।
বুধবার এই সংক্রান্ত মামলায় বিচারপতির প্রশ্ন, “আঘাতে চোখ নষ্টের মতো ঘটনায় পুলিশের লঘু ধারা কেন? রক্তপাতে গুরুতর জখমের ধারা থাকবে না কেন?” আগামী ১১ জুলাইয়ের মধ্যে গুরুতর ধারা এফআইআরে যুক্ত করারও নির্দেশ বিচারপতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.