Advertisement
Advertisement
WB Weather Update

একইসঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! তিন ‘ভিলেনে’র চোখরাঙানিতে বঙ্গে বিপর্যয়ের আশঙ্কা

কী বলছে হাওয়া অফিস?

WB Weather Update: Met Department predicts rain till thursday
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 30, 2025 9:49 am
  • Updated:July 30, 2025 10:24 am   

নিরুফা খাতুন: একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। 

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব আরবসাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্রিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, চুরু, গোয়ালিয়ার, খাজুরাহো, সিদ্ধি, ডাল্টনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ পাঞ্জাব এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। এর প্রভাবে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। আজ বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা বিপদসীমার উপর দিয়ে বইবার সম্ভাবনা। সমুদ্র হবে উত্তাল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ