Advertisement
Advertisement
Ultadanga

জানলার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি! উল্টোডাঙায় বৃদ্ধ দম্পতির ঘর থেকে উধাও কোটি টাকার সম্পত্তি

তদন্তে লালবাজার।

Wealth worth crores looted from Ultadanga residence
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 10, 2025 12:31 pm
  • Updated:June 10, 2025 12:46 pm  

অর্ণব আইচ: মাত্র ৩০০ মিটার দূরে থানা। কাছেই স্টেশন-মেন রোড। উল্টোডাঙার এমন এক জনবহুল এলাকায় জানলার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি! রাতের অন্ধকারে বৃদ্ধ দম্পতির ঘর থেকে নগদ ও গয়না মিলিয়ে প্রায় ১.১২ কোটি টাকার সম্পত্তি নিয়ে উধাও দুষ্কৃতীরা। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

জানা গিয়েছে, উল্টোডাঙার ওই বাড়িতে সন্তানদের সঙ্গেই থাকেন বৃদ্ধ বাজাজ দম্পতি। প্রতিদিনের মতোই ৮ জুন রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান তাঁরা। সকালে ঘুম থেকে উঠে মাথায় হাত। বৃদ্ধার ছেলে শুভম জানান, “সকালে উঠে দেখি সব খোলা, জানলার গ্রিল ভাঙা। গোটা ঘর লন্ডভন্ড। কিছুই নেই। নগদ, সোনা, হিরে, যা ছিল সব নিয়ে গিয়েছে।” জানা যাচ্ছে, মোট ২ লক্ষ টাকা নগদ নিয়েছে দুষ্কৃতীরা। বাকি যাবতীয় যা গয়না ছিল তার দাম ১.১০ কোটি। জানা গিয়েছে, বৃদ্ধের হার্টের সমস্যা রয়েছে। তাঁর স্ত্রীর ডায়বেটিস রয়েছে। ফলে কারও রাতে বিশেষ ভালো ঘুম হয় না। কিন্তু এদিন রাতে ঘুমিয়েছেন দুজন। তাতেই মনে করা হচ্ছে যে, আততায়ীরা ঘুমের ওষুধ স্প্রে করেছিল।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের কথায়, বাড়ির কাছে থানা। কাছেই মেন রোড। তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তায় হয়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছে লালবাজার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement