নিরুফা খাতুন: আগামী ২ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় জারি হলুদ সতর্কতা। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও বাংলার মৎস্যজীবীদের আজও উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃষ্টি এখন চলবে। প্রবল বৃষ্টি ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ারে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলায়। অতিভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে।
উল্লেখ্য, শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভেঙেছে বাঁধ। অবরুধ বিভিন্ন সড়ক। বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা। জলবন্দি কয়েক হাজার পরিবার। উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোর্সা। বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। আগামিকাল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.