Advertisement
Advertisement
Weather

কালীপুজো-ভাইফোঁটায় কাঁটা হবে বৃষ্টি? শনি-রবি ৬ জেলায় বৃষ্টির শঙ্কা

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

Weather: Rain forecast for 6 districts on Saturday and Sunday
Published by: Subhankar Patra
  • Posted:October 18, 2025 9:44 am
  • Updated:October 18, 2025 10:51 am   

নব্যেন্দু হাজরা: শনি ও রবিবার রাজ্যের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ। তবে কালীপুজো ও ভাইফোঁটায় ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে রাজ্যে। এই দিনগুলি বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে শনি ও রবিবার ছয়টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার উপকূলের জেলায় মেঘলা আকাশ থাকবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার কালীপুজো, মঙ্গলবার দীপাবলি এবং বুধবার ভাইফোঁটাতে রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।

আজ, শনিবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা। শনি ও রবিবারের কোনও সময় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। সোমবার কালীপুজো ও মঙ্গলবার ভাইফোঁটার দিন ঝলমলে আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি।

শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে দার্জিলিং, কালিম্পং, ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। শুধু বৃষ্টি নয়, আগামী কয়েকদিন কুয়াশার সম্ভাবনাও বাড়বে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। তবে উত্তরবঙ্গে সোমবার পরিষ্কার আকাশ থাকবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ