Advertisement
Advertisement
West Bengal Weather Update

পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত! জলেই যাবে পুজো?

বৃহস্পতিবার ৯ থেকে ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

West Bengal Weather Update: Rainfall to rise on Panchami, depression on Ashtami
Published by: Subhankar Patra
  • Posted:September 25, 2025 10:56 am
  • Updated:September 25, 2025 1:17 pm   

নিরুফা খাতুন: বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে বাড়বে বৃষ্টি। আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ, ৯ থেকে ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এদিকে অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে বঙ্গোপসাগরে! তার জেরে ভাসতে পারে বাংলা।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তাহলে প্রশ্ন উঠছে তাহলে কি নবমীর রাত থেকে বৃষ্টিতে ভাসবে বাংলা? তা নির্ভর করবে ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপর।

কেমন থাকবে কলকাতার আকাশ? হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আকাশ পরিষ্কারই থাকবে। বেলা বাড়লে মেঘলা হওয়ার সম্ভাবনা। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে খুশির খবর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। স্থানীয়ভাবে দু’এক জায়গায় কখনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। ২৭ সেপ্টেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ