Advertisement
Advertisement
Weather Update

ঝড়বৃষ্টির দাপটে চৈত্রেও শীতের আমেজ! একধাক্কায় কলকাতার পারদ নামল ৯ ডিগ্রি, কবে হাওয়া বদল?

আজ সন্ধ্যেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।

Weather Update: Kolkata Temperature drops 9 degree Celsius
Published by: Paramita Paul
  • Posted:March 23, 2025 10:55 am
  • Updated:March 23, 2025 10:56 am   

নিরুফা খাতুন: দু’দিনের বিক্ষিপ্ত বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কামাল! একধাক্কায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নামল স্বাভাবিক থেকে ৯ ডিগ্রির নিচে। দিনের পারদও স্বাভাবিকের নিচে। দিনের তাপমাত্রা একধাক্কায় এতোটা কমে যাওয়ায় চৈত্রেও কার্যত শীতের অনুভূতি। তবে মনোরম আবহাওয়ার স্থায়িত্ব বেশিদিন নয়। আগামিকাল, সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। বুধ-বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন-পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়তে পারে বলছে হাওয়া অফিস।

Advertisement

আজ, রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে জেলায়-জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমেছে। জেলাতেই দিন ও রাতের দুই তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বাকি জেলাতে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

উত্তরবঙ্গেও কমেছে রাত ও দিনের তাপমাত্রা। রবিবার পর্যন্ত তাপমাত্রা নামবে। সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী সময় বাড়বে উষ্ণতা। আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর পরিষ্কার আকাশ। বাড়বে গরম।

আজ তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। কলকাতায় আগামিকাল থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে। ফলে দুদিনের মনোরম আবহাওয়া গায়েব হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ