Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

করোনা যুদ্ধে ব্রাত্য রাজনীতি, মোদির তহবিলে পাঁচ লক্ষ টাকা অনুদান মমতার

মুখ্যমন্ত্রীর মানবিক মুখের প্রশংসা করছেন সবাই।

CM Mamata Banerjee donates Rs. 5 lakhs to PM’s National Relief Fund
Published by: Soumya Mukherjee
  • Posted:March 31, 2020 8:16 pm
  • Updated:March 31, 2020 8:32 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নির্বাচনের সময় একাধিকবার কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিভিন্ন সময়ে রাজ্যের বকেয়া টাকা রাজনৈতিক কারণে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু, করোনা ভাইরাস (Corona Virus) -এর সৌজন্যে সেইসব দিন এখন অতীত! দেশ ও রাজ্যবাসীকে বাঁচাতে একসঙ্গে কাজ করেছ কেন্দ্র ও রাজ্য সরকার। তার প্রমাণ মিলেছে গত কয়েকদিনের কিছু ঘটনাতেও।

Advertisement

করোনা নামক মারণ ভাইরাসের সংক্রমণ থেকে পশ্চিমবঙ্গের নাগরিকদের বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভূয়সী প্রশংসাও করেছেন। সৌজন্যতার এই ঘটনা দেখে অনেকে কটাক্ষ করলেও দু’পক্ষই ভ্রূক্ষেপ করেননি। এবার করোনা যুদ্ধে মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যের জরুরি ত্রাণ তহবিলেও পাঁচ লক্ষ টাকা দান করেছেন তিনি।

[আরও পড়ুন: এবার বেলঘরিয়ায় করোনার হানা, আক্রান্ত ৫৭ বছরের প্রৌঢ়]

শনিবার বিকেলে এই বিষয়টির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, ‘আমি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনও মাইনে নিই না। এমনকী সাতবারের সাংসদ থাকার জন্য যে পেনশন দেওয়া হয় তাও ছেড়ে দিয়েছে। আমার তৈরি কিছু মিউজিক ও বই থেকে রয়্যালটি বাবদ কিছু টাকা পাই। তার থেকে করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা ও রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা সাহায্য করেছি।’

[আরও পড়ুন: তৃতীয় মৃত্যু বাড়িয়েছে উদ্বেগ, সংক্রমণের আশঙ্কায় খালি করা হবে হাওড়া জেলা হাসপাতাল?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement