Advertisement
Advertisement
CV Ananda Bose

বিপর্যস্ত উত্তরবঙ্গে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল, দুর্গতদের পাশে দাঁড়াতে রাজভবনে খোলা হল ‘পিস রুম’

সাহায্য পৌঁছে দিতে খোলা হয়েছে বিশেষ র‍্যাপিড অ্যাকশন সেলও।

west bengal governor cv ananda bose may go north bengal today

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:October 6, 2025 10:28 am
  • Updated:October 6, 2025 11:08 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় নেমেছে ধস। ভেঙেছে রাস্তা। নিচু এলাকাগুলিতে ইতিমধ্যে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়ংকর এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় আজ সোমবারই উত্তরবঙ্গ ছুটে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুরে তাঁর সেখানে পৌঁছানোর কথা বলে জানা যাচ্ছে।

Advertisement

অন্যদিকে রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’। সেখান থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে খোলা হয়েছে বিশেষ র‍্যাপিড অ্যাকশন সেলও। রাজভবন সূত্রে খবর, এই সেল ২৪ ঘণ্টা কাজ করবে। যে কোনও প্রয়োজনে কিংবা সাহায্য চেয়ে দুর্গত এলাকা থেকে মানুষ র‍্যাপিড অ্যাকশন সেলে যোগাযোগ করতে পারবেন। ইতিমধ্যে যোগাযোগের একটি নম্বর এবং ইমেলও রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। নম্বর এবং ইমেল আইডিটি হল – ০৩৩–২২০০১৬৪১ এবং [email protected]

এই সেলের সমন্বয়কারী হিসাবে একজন অফিসার অন স্পেশাল ডিউটিকে নিয়োগ করা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় পীড়িত দুর্গত মানুষের পাশে থাকতে আজ, সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। সঙ্গে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

শিলিগুড়িতে পৌঁছে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করবেন বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, শনিবার মধ্যরাত থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছিলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধারকার্য নিয়ে দফায় দফায় নির্দেশ দেন প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের।

বাড়ি থেকে ভার্চুয়ালি বৈঠক করেন উত্তরবঙ্গের পাঁচ জেলাশাসকের সঙ্গে। পর্যটকরা যেখানে রয়েছেন, সেখানেই থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, তাঁদের উদ্ধারের যাবতীয় ব্যবস্থা করছে পুলিশ ও প্রশাসন। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের ও মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ