Advertisement
Advertisement
West Bengal govt

এবার পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের! কেন্দ্রকে টেক্কা দিয়ে বড় ঘোষণা নবান্নের

কবে হবে বেতন? জেনে নিন দিনক্ষণ।

West Bengal govt announces salary payment date

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 16, 2025 9:26 pm
  • Updated:September 16, 2025 9:56 pm   

মলয় কুণ্ডু:  রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আজ মঙ্গলবার অর্থদপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের বেতন, আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে গ্র‌্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও সেদিন দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে এই মাসের পেনশন মিলবে আগামী ১লা অক্টোবর।

Advertisement

আগামী ২৬ সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। সে কারণেই এবার মাসের বেতন আগে মিটিয়ে দেওয়া সিদ্ধান্ত। এহেন সিদ্ধান্তে পুজোর মাসে কিছুটা হলেও স্বস্তি দেবে সরকারি কর্মীদের। অন্যদিকে সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ  উপভোক্তাদের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ডিবিটি মারফৎ যাবে। আর তা আগামী ১ অক্টোবর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর জন‌্য বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ‌্যাডমিনিস্ট্রেটরস অফ ডিপোজিট অ‌্যাকাউন্টসগুলিকে ট্রেজারিতে বিল বা অ‌্যাডভাইস আগে জমা দিতে নির্দেশ দিয়েছে অর্থদপ্তর।

বলে রাখা প্রয়োজন, ভোটমুখী বাংলায় বাঙালির ‘মন জয়ে’ পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, চলতি মাসের ২৬ তারিখ হাতে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এজন্য সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু একধাপ এগিয়ে কেন্দ্রের বেতন হাতে পাওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীরা এবার বেতন পেয়ে যাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ