নব্যেন্দু হাজরা: একেবারে জমজমাট সপ্তাহান্ত! ১৫ আগস্ট, শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটি। তারপর দিন শনিবার। নিয়মমতো সমস্ত অফিস, স্কুল, কলেজ খোলা থাকার কথা। তবে শনিবার, ১৬ আগস্ট জন্মাষ্টমী। ওইদিন সমস্ত সরকারি দপ্তর ছুটি ঘোষণা করে দিল নবান্ন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছে রাজ্য সরকারের অর্থদপ্তর। জানানো হয়েছে, সরকারি সমস্ত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান শনিবার জন্মাষ্টমীর ছুটি। ফলে শুক্র, শনি এবং রবি – টানা তিনদিনের ছুটি পেলেন রাজ্য সরকারি কর্মীরা।
এনআই অ্যাক্ট অনুযায়ী, প্রতি বছর জন্মাষ্টমী সরকারি ছুটি। যদিও প্রয়োজনের ভিত্তিতে কোনও কোনও দপ্তরে অর্ধদিবস কাজ হয়। এই ছুটির আওতায় থাকে বিভিন্ন জরুরি পরিষেবাও। রাজ্য সরকারও এই কৃষ্ণ জন্মদিন উপলক্ষে ছুটি দিয়ে থাকে প্রতি বছর। রাজ্য সরকারের অধীনস্ত প্রায় সব দপ্তর বন্ধ থাকে ওই দিন। এবারও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার নবান্নের অর্থদপ্তরের তরফে অতিরিক্ত সচিব পিকে মিশ্র বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ১৬ আগস্ট, শনিবার রাজ্য সরকারের সমস্ত দপ্তর তো বটেই, বিভিন্ন বোর্ড, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিবদের।
আসলে শনিবার একাধিক সরকারি দপ্তর ছুটি থাকে। কোনও কোনও দপ্তরে কেন্দ্রীয় সরকারি নিয়ম মতো দ্বিতীয় ও চতুর্থ শনিবার কাজ হয় না। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, ১৬ আগস্ট, তৃতীয় শনিবার সরকারি দপ্তরে অর্ধদিবস কাজ হওয়ার কথা। কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে এই শনিবার ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার। ফলে স্বভাবতই সরকারি কর্মী মহলে খুশির হাওয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.