দীপঙ্কর মণ্ডল: উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2022) সূচিতে বদল। জয়েন্ট এন্ট্রান্সের জন্য পরীক্ষার সূচি পরিবর্তন করা হল বলেই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার নতুন সূচি ঘোষণা করেন তিনি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল (HS Exam Schedule Change) যে হবে, সে ইঙ্গিত আগেই জানিয়েছিলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কারণ, উচ্চমাধ্যমিকের সময়েই জেইই মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। সে কারণেই দিন বদল করা হল। সোমবার সাংবাদিক বৈঠকের শুরুতেই কেন্দ্রীয় সংস্থার (এনটিএ) বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তিনি। সংসদ সভাপতির দাবি, কথা না বলেই জেইই মেন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সকাল দশটা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam)। শেষ হবে বেলা ১টা ১৫ মিনিটে। এবার নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। সে কারণেই প্রত্যেক স্কুলে বিশেষ পর্যবেক্ষক থাকবেন। তাঁর নজরদারিতেই হবে পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সংসদ। সেই মতো প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে।
এদিকে, সোমবার থেকেই শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে রাজ্য সরকার বাড়তি গণপরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখার আবেদন পর্ষদ এবং সংসদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.