Advertisement
Advertisement
Amit Shah

চলতি মাসে নয়, পিছিয়ে গেল অমিত শাহর বঙ্গ সফর! কারণ ঘিরে ধোঁয়াশা

অমিত শাহর কলকাতায় আসা অন্তত এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।

West Bengal tour of Amit Shah is postponed

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2025 12:07 pm
  • Updated:May 27, 2025 12:23 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: চলতি মাসে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর পিছিয়ে গেল। শোনা যাচ্ছে, অন্তত সাতদিন পর তিনি কলকাতায় আসতে পারেন। তবে সফর পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিজেপি সূত্রে এখনও এবিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি। একাধিক কারণ নিয়ে কানাঘুষো চলছে। দিল্লির তরফেও অমিত শাহর বঙ্গ সফর নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে আসার ঠিক পরপরই অমিত শাহের সফর চাইছে না বঙ্গ বিজেপি। বরং কয়েকদিন পর তিনি এলে সংগঠন নতুন করে উদ্যমী হয়ে উঠবে।

Advertisement

আগামী ২৯ তারিখ আলিপুরদুয়ারে জোড়া সভা করতে আসছেন নরেন্দ্র মোদি। প্যারেড গ্রাউন্ডে তিনি প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই সফর দিয়েই সলতে পাকানো শুরু বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। ঠিক তার দু’দিন পর, ৩১ মে রাতে কলকাতায় পা রাখার কথা ছিল অমিত শাহর। এই সফর নিয়ে যদিও নিশ্চিত করে কিছু বলেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে দলীয় স্তরে প্রস্তুতি চলছিল ‘শাহী’ সফর নিয়ে। ১ জুন দিনভর তাঁর একাধিক বৈঠকের কথা ছিল। তবে সেই সফর অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বলে খবর। এ মাসে আর বাংলায় আসছেন না তিনি।

অমিত শাহর এই সফর পিছিয়ে যাওয়া নিয়ে একাংশের মত, চলতি সপ্তাহে আবহাওয়া প্রতিকূল থাকার সম্ভাবনা। তাই ঝুঁকি নিয়ে দিল্লি থেকে অমিত শাহ বাংলায় আসুন, তাতে মত নেই শীর্ষ নেতৃত্বের। আরেকটি সূত্রে শোনা যাচ্ছে, দলের কেন্দ্রীয় সভাপতি বাছাইয়ের কাজ এই সপ্তাহে হতে পারে। তা মিটিয়েই জুনের প্রথম দিকে কলকাতায় আসতে পারেন শাহ। আরেকাংশের মতে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহ – পরপর দুই হেভিওয়েট বঙ্গ সফরে এলে প্রস্তুতি নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হবে দলের নেতৃত্বকে। নিরাপত্তা নিয়েও বাড়তি সক্রিয়তা থাকবে। এতটা ব্যস্ততা নিয়ে খানিকটা অনিশ্চিত বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই কারণে দিল্লির সঙ্গে সমন্বয় করেই তাঁর সফর পিছিয়ে যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ