ফাইল ছবি।
নিরুফা খাতুন: পুজো জাগ্রত দ্বারে! রাত পোহালেই মহালয়া। দেবীপক্ষের সূচনা। কিন্তু আকাশের মুখ ভার। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ। শুরু হয়েছে বৃষ্টিও। এর মধ্যেই আরও অশনিবার্তা আলিপুর হাওয়া অফিসের। পুজোর মুখেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! পুজোর মধ্যেই সেটি শক্তি বাড়াবে বলে পূর্বাভাস। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। যদিও স্বস্তির খবর মহালয়াতে। রবিবার বৃষ্টি কিছুটা কমবে। তবে ফের অষ্টমী থেকে আরও একবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পুজো তাহলে এবার বৃষ্টিতে ভিজবে?
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তা পুজোর মুখে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। যার ফলে পুজোর মধ্যেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাসে আলিপুর হাওয়া অফিস আরও জানাচ্ছে, চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে বৃষ্টির পরিমাণ কমলেও নবমী থেকে ফের বৃষ্টি বাড়বে বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের।
অন্যদিকে আজ শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে উইকেন্ডে মাটি হতে পারে পুজোর বাজার।
যদিও আগামিকাল রবিবার অর্থাৎ মহালয়ার সকাল। অনেকেই বিভিন্ন ঘাটে তর্পণ সারেন। এক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তির খবর! সকালের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও বিকেলের দিকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।মোটের উপর রবিবার সারাদিন মেঘলা আকাশ থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.