Advertisement
Advertisement
Weather

প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণের কার্নিভালেও কি বাধা হবে বৃষ্টি?

রবিতেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

West Bengal Weather Update: Heavy rain in North; will it affect South Bengal's carnival?
Published by: Subhankar Patra
  • Posted:October 5, 2025 11:33 am
  • Updated:October 5, 2025 5:10 pm   

নিরুফা খাতুন: দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হবে। ভাসবে আলিপুরদুয়ারও। সোমবারও বৃষ্টি হবে উত্তরে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি। এদিকে কলকাতায় আজ, রবিবার কার্নিভাল। দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের আলিপুদায়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। সিকিম, অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। নদীর জলস্থল বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আজ, রবিবার মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কার্নিভালের দিন কেমন থাকবে কলকাতার আকাশ? আজ আকাশ মূলত মেঘলা। দুপুরে অথবা সন্ধ্যায় স্থানীয়ভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ