Advertisement
Advertisement
Suvendu Adhikary

SIR-কে সামনে রেখে রাষ্ট্রপতি শাসনের ছক বিজেপির! কী বলছেন বিরোধী দলনেতা?

ওয়াকিবহাল মহলের মত, এভাবে রাজ্যপালের উপর চাপ সৃষ্টির কৌশল শুভেন্দুর।

What is Suvendu Adhikari's plan in West Bengal regarding SIR, here is the hint

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:October 9, 2025 9:46 pm
  • Updated:October 9, 2025 9:47 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এসআইআরকে সামনে রেখে রাষ্ট্রপতি শাসনের ছক কষছে বিজেপি! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এসআইআর ইস্যু নিয়ে শুভেন্দু বৃহস্পতিবার বলেন, ‘‘ছাব্বিশে বিধানসভা ভোট করতে হলে ফেব্রুয়ারি মাসের মধ্যে দিনক্ষণ ঘোষণা করতে হবে। তার মানে চূড়ান্ত ভোটার তালিকা জানুয়ারি মাসে প্রকাশ হবে। এসআইআর শেষ হলেই ফাইনাল ভোটার তালিকা প্রকাশের পর যে কোনওদিন নির্বাচন কমিশন ভোট করতে পারে। বাংলায় ২০২১ সালে ৫মে সরকার গঠন হয়েছিল। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় বাংলায় ২০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া শেষ না করলে রাষ্ট্রপতি শাসন হয়ে রাজ‌্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে।’’

Advertisement

বিরোধী দলনেতা এদিন বলেন, ‘‘এক কোটিরও বেশি নাম বাদ দেওয়া উচিত এসআইআরে। প্রধান বিরোধী দল হিসেবে আমরা সাহায‌্য করব। চূড়ান্ত তালিকা বেরনো পর্যন্ত আমাদের নজর থাকবে। এসআইআর শুরু হলে সরকার ও তৃণমূল কতটা সহযোগিতা করবে, তার উপর সব নির্ভর করবে।’’ এদিকে, উত্তরবঙ্গে দলের সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ‌্যপাল সিভি আনন্দ বোসের উপর চাপ সৃষ্টি করার কৌশলও শুভেন্দু নিয়েছেন। ওই ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘‘বেঙ্গল ওয়ান্টস অ্যাকশন।’’

উল্লেখ‌্য, রাজ‌্যপাল বোসের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক খুব একটা মধুর নয় বলেই চর্চা রাজনৈতিক মহলে। উত্তরবঙ্গের ঘটনা নিয়ে রাজ্যপালের ‘ভূমিকা’ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ”মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যুর ঘটনার পর রাজ্যপাল বলেছিলেন, এরপরে কোনও ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটলে তিনি সাংবিধানিকভাবে কড়া ব্যবস্থা নেবেন। তাই আমরা তাঁর কাছে সদর্থক পদক্ষেপের আশা করছি।’’

তবে বিরোধী দলনেতা আবার এটাও মেনে নিয়েছেন, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। ফলে এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু করণীয় নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দুর রাজ্যপালের উপর ‘চাপ’ তৈরি করতে চাইছেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু ওই রিপোর্টে সন্তুষ্ট নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল বোসের কাছ থেকে প্রত্যাশা আরও বেশি বলে জানালেন তিনি। তাঁর দাবি, রাজ‌্যপাল সংবেদনশীল। কিন্তু শুধু রিপোর্ট দিলে হবে না। ‘অ্যাকশন’ নিতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ