Advertisement
Advertisement

Breaking News

Kolkata

দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে কলকাতা, এখনও জলমগ্ন কোন কোন এলাকা?

পুরকর্মীরা জল নামানোর চেষ্টা চালাচ্ছেন।

Where in Kolkata is still submerged
Published by: Suhrid Das
  • Posted:September 24, 2025 9:00 am
  • Updated:September 24, 2025 1:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে কলকাতা। মঙ্গলবার রাতে আর কোনও বৃষ্টি হয়নি কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। বুধবার সকাল থেকে কিছুটা স্বাভাবিক হওয়ার পথে শহর কলকাতা। তবে এখনও কলকাতা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন। মঙ্গলবার রাতে জল অনেক জায়গাতেই  নেমেছে। পুরকর্মীরা জল বার করার চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

সোমবার রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টি হয় কলকাতা ও শহরতলিতে। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল। হাওড়া ও শিয়ালদহ রুটে ট্রেন চলাচল সকালের দিকে ব্যাহত হয়। সন্ধের পর সেই পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়। সকাল থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করেছে। সন্ধের পরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। সন্ধের দিকে বাস ছিল হাতেগোনা। ফলে অফিসফেরত যাত্রীদের অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল। সন্ধের দিকে ব্যাপক ভিড় দেখা গিয়েছিল মেট্রোতে। 

আজ বুধবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে কলকাতার একাধিক রাস্তায় এখনও জল জমে। উত্তর কলকাতার ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, রাজা রামমোহন সরণী, কেশবচন্দ্র সেন স্ট্রিটে এখনও জল জমে। দক্ষিণ কলকাতার টেগোর পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, পাম অ্যাভিনিউ, রবীন্দ্রসদনের এলাকা-সহ একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে আছে। নিউ গড়িয়া আবাসনের ভিতর জলমগ্ন। জল জমে আছে ভিআইপি বাজার এলাকাতেও। কলকাতা পুরসভা সূত্রে খবর রাতের মধ্যেই বহু এলাকায় জমে থাকা জল নেমে যায়। কিছু জায়গায় জল জমে আছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই জল নামানোর কাজও চলছে। তবে গঙ্গায় জোয়ারের কারণে জল বেশি থাকায় লকগেট বন্ধ ছিল। ফলে গতকাল দীর্ঘসময় জলবন্দি হয়েছিল মহানগরের বিস্তীর্ণ এলাকা।  

অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। রাস্তা যেন নদী! শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পথে বেরিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় মৃত্যু হয়েছে ১০ জনের। পরিস্থিতি বিবেচনা করে স্কুলগুলোতে আগাম পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বেসরকারি সংস্থাগুলোকেও ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জি জানিয়েছিলেন তিনি। রাজ্যবাসীর উদ্দেশে বললেন, “খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরবেন না।”

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ