রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গে গেরুয়া শিবির এখনও সংগঠন বিস্তার করতে পারেনি সেভাবে। তা নিয়ে মাথাব্যথারও শেষ নেই শীর্ষ নেতৃত্বের। আগামী বছর বিধানসভা নির্বাচন। এখন থেকেই ভোট প্রস্তুতিতে জোর দিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। একুশের ভোটে হতাশাজনক ফলাফলের পর সংগঠন মজবুত করতে বারবার কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, সুনীল বনশলরা। এই পরিস্থিতিতে পরবর্তী রাজ্য সভাপতি বেছে নিতে কার্যত হিমশিম শীর্ষ নেতৃত্বও। কিন্তু হাতে তো আর বেশি সময় নেই। বঙ্গ বিজেপির রাশ কার হাতে থাকবে? তা ঘোষণা হবে আগামী সপ্তাহেই। শোনা যাচ্ছে, সুকান্ত মজুমদারকেই ফের দায়িত্বে দিতে আগ্রহী সুনীল বনসলরা। এছাড়া দৌড়ে রয়েছেন রাজ্যসভার সাংসদ, বিজেপির ‘আদি’ নেতা শমীক ভট্টাচার্যও। তবে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে এখনই কিছু ভাবছেন না দিল্লির নেতারা।
এ রাজ্যে বিজেপি কার্যত আড়াআড়ি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লবি এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের লবি। রাজ্য সভাপতি নিয়েও দু’জনের মতের মিল নেই। বিজেপি বিধায়ক তথা মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলকে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে দেখতে চান শুভেন্দু অধিকারী। সেই আবেদন তিনি ইতিমধ্যেই দিল্লির দরবারে পেশ করেছেন। শনিবার এনিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে খবর।
সূত্রের খবর, আগামী ২ জুলাই মনোনয়ন। ৩ তারিখ ঘোষণা হবে বিজেপি রাজ্য সভাপতির নাম। তবে মনে করা হচ্ছে, মনোনয়নের ব্যাপারটি নিতান্তই নিয়মরক্ষা। আসলে শীর্ষ নেতৃত্বের পছন্দের নেতাকেই এই দায়িত্ব দেওয়া হবে। আর তাতে এগিয়ে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়া দৌড়ে রয়েছেন শমীক ভট্টাচার্য। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অগ্নিমিত্রা পল এবং জ্যোতির্ময় সিং মাহাতো। ওয়াকিবহাল মহলের মত, এবারও সুকান্তর পাল্লাই ভারী। তবে সবই স্পষ্ট হয়ে যাবে আগামী ৩ জুলাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.