Advertisement
Advertisement
Operation Sindoor

‘মোদিকে ধন্যবাদ’, অপারেশন সিঁদুরে স্বামীদের মৃত্যুর ‘সুবিচার’ পেলেন বিতান-সমীরের স্ত্রীরা

'পেহেলগাঁওয়ের পুনরাবৃত্তি যেন আর না হয়', বললেন নিহতের পরিবারের সদস্যরা।

Wife of Bitan Adhikari opens up over Operation Sindoor
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 7, 2025 11:10 am
  • Updated:May 7, 2025 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’ই পহেলগাঁও হামলার যোগ্য জবাব, বলছেন ভূস্বর্গে জঙ্গিহানায় মৃত বাংলার তিনজনের স্ত্রী-পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন তাঁরা। কান্নায় ভেঙে পড়ে বললেন, “কোনওদিন যেন পহেলগাঁওয়ের পুনরাবৃত্তি না হয়।”

Advertisement

পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছিল। এরই মাঝে মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁওয়ের পালটা অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালাল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলার খবরে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশবাসী। প্রত্যাঘাতের পর মোদি ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। ‘অপারেশন সিঁদুর’ই স্বামীর মৃত্যুর সুবিচার দিল, বলছেন পহেলগাঁওয়ে মৃত বাংলার তিনজনের স্ত্রী পরিবার।

‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর খবরে কান্নায় ভেঙে পড়লেন বৈষ্ণবঘাটার বাসিন্দা নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। তিনি বলেন, “মোদিকে ধন্যবাদ। উনি যোগ্য জবাব দিয়েছেন।” আরও বলেন, “কিন্তু আর যেন এই ঘটনা না ঘটেছে। কারও সন্তানের সামনে যেন এভাবে জঙ্গিরা কাউকে কেড়ে নিতে না পারে।” কার্যত একই কথা বলেছেন নিহত বেহালার সমীর গুহর স্ত্রী। তিনি বলেন, “আমার স্বামীকে চোখের সামনে মেরে দিল। আমরা তো বেড়াতে গিয়েছিলাম। তবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।” পুরুলিয়ার মনীশরঞ্জন মিশ্রর পরিবার বলছে, “এটাতো শুরু হল। আমরা চাই পুরোপুরি জঙ্গিদের নিধন ও এদের যারা সমর্থন করে, আশ্রয় দেয় তাদেরও শেষ করে দেওয়া হোক। ভারতেও প্রচুর পাকিস্তানি ভক্ত আছে, তাদেরও জঙ্গিদের তালিকাভুক্ত করে একই ভাবে শাস্তি দেওয়া হোক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement