বিধান নস্কর, দমদম: এবছর নতুন জামাই দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ‘ভীষ্মের প্রতিজ্ঞা’ ভেঙে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবছর কি জামাইষষ্ঠী (Jamai Sasthi) সারতে শ্বশুরবাড়ি যাবেন তিনি? তাৎপর্যপূর্ণভাবে এদিনই কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর তাঁর ঠাসা কর্মসূচি। কিন্তু সেখানে আমন্ত্রণ নেই দিলীপ ঘোষের। তাহলে কি দলীয় কর্মসূচির দিন শ্বশুরবাড়িতে ভূরিভোজ সারেন দিলীপ? রবিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের কী জবাব দিলেন তিনি?
সদ্য মাথায় টোপর চাপিয়েছেন দিলীপ ঘোষ। হিসেব মতো এটাই তাঁর প্রথম জামাইষষ্ঠী। শ্বশুরবাড়িতে ভূরিভোজ সারার কথা তাঁর। কিন্তু সেই সুখ নেই প্রাক্তন বিজেপি সাংসদের কপালে! কারণ তাঁর শ্বশুরবাড়িই নেই। দিলীপের কথায়, “আমার শ্বশুরবাড়িই নেই, এমন জামাই আমি। দেখি কোথায় জামাইষষ্ঠী করি।”
কয়েক বছর আগে হলেও নাওয়া-খাওয়ার সময় থাকত না তাঁর। কারণ, ছাব্বিশের বিধানসভা ভোটের রণনীতি ঠিক করতে কলকাতা এসেছেন বিজেপির ‘চাণক্য’ অমিত শাহ। দিনভর তাঁর ঠাসা কর্মসূচি। একসময় তিনি রাজ্যে এলে তাঁর ‘ছায়াসঙ্গী’ হতেন দিলীপ ঘোষ। কিন্তু কালের নিয়মে আজ তিনি দলে কার্যত ‘কোণঠাসা’। ডাক পান না দলীয় অনুষ্ঠানে। উত্তরে প্রধানমন্ত্রীর সভার পর শাহের কর্মসূচিতেও ব্রাত্য তিনি। আমন্ত্রণ পাননি। তাতে অবশ্য কোনও আক্ষেপ নেই বলেই জানাচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কথায়, “দল মনে করেনি ডাকেনি। কোর কমিটির মিটিং হলে ডাকে আমাকে। দলের তো রাজ্য কমিটিও নতুন করে তৈরি হয়নি, তারপরেও এই ধরনের বৈঠক হচ্ছে। আমি দলের সঙ্গেই আছি। নিজের কাজ করে যাচ্ছি।”
যতই মুখে না বলুক, দলীয় নেতৃত্বের সঙ্গে দিলীপের দূরত্ব যে বাড়ছে তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.