Advertisement
Advertisement
Fake Gold

নকল সোনার গয়না বন্ধক রেখে ১১ লাখ প্রতারণা! পর্ণশ্রী থানায় দায়ের অভিযোগ

তদন্ত শুরু করেছে পুলিশ।

Woman allegedly cheated with fake gold, lost 11 lakh in Parnasree

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 25, 2025 12:16 pm
  • Updated:June 25, 2025 12:16 pm  

অর্ণব আইচ: নকল সোনা বন্ধক রেখে ১১ লাখ টাকার প্রতারণা। বেহালা পর্ণশ্রী থানায় দুই স্বর্ণব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের করছে প্রতারিত ব্যক্তির স্ত্রী। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পর্ণশ্রী থানায় নকল সোনা রেখে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছেন প্রতারিত ব্যবসায়ী চন্দন ঘোষের স্ত্রী শম্পা ঘোষ। অভিযোগপত্রে শম্পা জানিয়েছেন, ২০২২ সালে দীপক, মহেন্দ্র ও কয়েকজন ব্যক্তি নিজেদের স্বর্ণব্যবসায়ী বলে পরিচয় দেন। তারপর সোনার লকেট মঙ্গলসূত্র বন্ধক রাখে। তার বিনিময়ে ১১ লাখ টাকা ধার নেন।

কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই ব্যবসায়ীরা টাকা ফেরত দেননি। এমনকী বন্ধক রাখা সোনার গয়নাগুলি ছাড়াতেও আসেননি। সহেন্দ হতেই সেগুলি পরীক্ষা করে দেখেন ঘোষ দম্পতি। তখনই তাঁরা জানতে পারেন ওই সোনার গয়নাগুলি নকল। বুঝতে পারেন তাঁরা প্রতারণার শিকার। এরপরই পর্ণশ্রী থানায় অভিযোগ জানান শম্পা। অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে পুলিশ।

তবে অনেকগুলি প্রশ্নও উঠেছে, প্রথমে সোনার গয়নাগুলি কেন প্রথমেই খতিয়ে দেখা হয়নি? ২০২২ সালে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার কেন এফআইআর? মাঝের বছরগুলিতে কি অভিযুক্তদের সঙ্গে কথা হয়েছিল প্রতারিতদের? সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement