Advertisement
Advertisement
Newtown

ফের নিউটাউনে বেপরোয়া গতির বলি! বাসের ধাক্কায় মৃত্যু বেসরকারি সংস্থার মহিলা কর্মীর

গতকালও বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

Woman dies after being hit by bus in Newtown
Published by: Subhankar Patra
  • Posted:September 4, 2025 2:11 pm
  • Updated:September 4, 2025 2:17 pm   

ফারুক আলম, বিধাননগর: কলকাতার উপকণ্ঠ নিউটাউনে ফের বেপরোয়া গতির বলি এক মহিলা স্কুটি চালক। জনবহুল বিশ্ববাংলা মোড়ের কাছে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল তাঁর। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বনশ্রী পাল। তিনি নিউটাউনের একটি বেসরকারি সংস্থার কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কাজ যোগ দিতে যাওয়ার সময়, দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বিশ্ব বাংলা গেটের সিগন্যালে এয়ারপোর্টগামী একটি সরকারি বাস পিছন থেকে বনশ্রীকে ধাক্কা মারে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। বাসের চাকায় পিষ্ট হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গতকালও নিউটাউনে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম সুবীর চক্রবর্তী। তিনি সিসি ব্লকের বাসিন্দা। নিউটাউনের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের বাইকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। হাওড়ার বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউটাউনের মতো এলাকায় বারবার বেপরোয়া গতির ধাক্কায় পথ চলতিদের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফে বারবার সতর্ক করা হলেও তা কানে তুলছেন না চালকরা। সরকারি ও বেসসরকারি বাস চালকদের নিয়ে এবিষয়ে একাধিকবার বৈঠক করে সতর্ক করেছে পুলিশ। তারপরও যে হুঁশ ফেরেনি পরপর দুই দিন দু’টি মৃত্যু তার প্রমাণ বলছেন স্থানীয়রা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ