Advertisement
Advertisement
RPF

মহিলা কামরায় পুরুষ যাত্রী! দমদমে বচসা রুখতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত মহিলা RPF

পুরুষ যাত্রী প্রাণে বাঁচলেও তাঁর পা বাদ গিয়েছে, মাথা ফেটেছে মহিলা আরপিএফের।

Woman RPF seriously injured while trying to save male passenger who jumped from ladies coach near Dumdum station

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 13, 2025 8:08 pm
  • Updated:June 15, 2025 3:05 pm   

সুব্রত বিশ্বাস: ট্রেনে মহিলা কামরায় উঠে পড়েছিলেন এক পুরুষ যাত্রী। কামরায় থাকা মহিলা যাত্রীরা তাঁকে নামানোর জন্য বিস্তর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। রেলের এক্স হ্যান্ডলে তা নিয়ে অভিযোগ করেন। ট্রেনটি দমদমে ঢোকার আগে মহিলা আরপিএফ এসআই-এর নেতৃত্বে একদল আরপিএফ সেখানে জড়ো হন। দমদমে ঢোকার পর পুরুষযাত্রীকে ধরার জন‌্য আরপিএফ ওই কামরায় ওঠে। আরপিএফের সঙ্গে বচসা চলাকালীন পুরুষ যাত্রী রেললাইনে ঝাঁপ দেন। তাঁকে বাঁচাতে ঝাঁপান আরপিএফের মহিলা এসআই। প্রাণে বাঁচলেও ওই ব্যক্তির পা বাদ গিয়েছে। গুরুতর আহত ওই মহিলা আরপিএফও।

Advertisement

জানা গিয়েছে, দমদমের কাছে বচসা চলাকালীন উলটোদিক থেকে আসছিল আপ রানাঘাট লোকাল। পুরুষ যাত্রীটি রেললাইনে ঝাঁপ দেওয়ায় তাঁকে বাঁচাতে মহিলা আরপিএফের এসআই করুণা কুমারীও ট্রেন থেকে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় দু’জনই গুরুতর জখম হন। পুরুয যাত্রীর পা কেটে বাদ হলেও মহিলা আরপিএফ এসআই-এর মাথা ফেটে যায়। পায়ে গুরুতর জখম হয়। ঘটনার পরই যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করে রেলকর্মীদের বিরুদ্ধে। বিক্ষোভ দেখান তাঁরা। দু’জনকেই আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে রেল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এদিকে, শিয়ালদহের রেল পুলিশ সুপার জে মারসি জানান, ট্রেনের কামরায় ঝামেলা চলছিল। আরপিএফ ট্রেনে চড়ে ঝামেলাতে যুক্ত যাত্রীকে নামানোর সময় সে লাইনে নেমে পড়লে উল্টোদিক থেকে ট্রেন চলে আসে। সেসময় ওই যাত্রীকে বাঁচাতে মহিলা আরপিএফও ঝঁপিয়ে পড়লে দু’জনই ট্রেনের ধাক্কায় আহত হন। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, ট্রেনের মহিলা কামরা বিন‌্যাস এখন এমন হয়েছে যে অনেক পুরুষই তা ঠিকমতো বুঝতে পারছেন না। তবে এভাবে পুরুষ যাত্রীকে মহিলা কামরা থেকে নামাতে আরপিফ ডেকে অশান্তি করা এবং আতঙ্কিত যাত্রীকে কার্যত লাইনে ফেলে দেওয়ায় তাঁর পা বাদ যাওয়ার মতো ঘটনা অমানবিক। দমদমে এই ধরনের ধরপাকড়ের পিছনে জরিমানার নাম করে আরপিএফ টাকা আদায় করে বলে অভিযোগ যাত্রীদের। এদিকে আরপিএফ সূত্রে বলা হয়েছে, মহিলা কামরাতে পুরুষ যাত্রীদের ওঠা বেআইনি। তাঁদের গ্রেপ্তারির বিষয়টি আইনগতভাবে পালন করা হয়। এদিনও তেমনই হয়েছিল। অভিযুক্ত যাত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হন মহিলা এসআই। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ