Advertisement
Advertisement

Breaking News

Calcutta High Court

সন্তানকে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর, ১৫ বছর পর সেই ছেলেরই ‘আশ্রয়’ চেয়ে আদালতে বৃদ্ধা, তারপর…

কী বলল আদালত?

Woman seeks help from son after abandoning him 15 years ago files petition in Calcutta High Court
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 4, 2025 8:45 am
  • Updated:July 4, 2025 8:45 am  

গোবিন্দ রায়: অন্য সম্পর্কে জড়িয়ে সন্তানকে ছেড়েছিলেন। ১৫ বছর পর সেই ছেলের আশ্রয় চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বৃদ্ধা। বিষয়টা জানামাত্রই পালটা মামলা করেন যুবক। তবে মানবিকতার খাতিরে বৃদ্ধার আর্জিতে সাড়া দিয়েছে আদালত। নাবিক পুত্রকেই বৃদ্ধার দেখভালের দায়িত্ব দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

জানা গিয়েছে, মামলাকারীর নাম ইন্দ্রাণী রায়। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। ছেলেকে নিয়ে বাপেরবাড়িতে থাকতে শুরু করেন। তবে আইনি পথে বিচ্ছেদ না হলেও পরবর্তীতে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মহিলা। তার জেরে ছোট্ট ছেলেকে বাপের বাড়িতে রেখে চলে গিয়েছিলেন। সেই শিশুপুত্র বড় হয়েছেন মামারবাড়িতে। বর্তমানে পেশায় তিনি নাবিক। দীর্ঘ ১৫ বছর মায়ের সঙ্গে তাঁর যোগাযোগ নেই।

হঠাৎ যুবক জানতে পারেন তাঁর মা ভরণপোষণ চেয়ে মামলা করেছেন। পনেরো বছর মায়ের দেখা নেই। আজ হঠাৎ তাকে কেন প্রয়োজন হল? হাই কোর্টে পালটা অভিযোগ করেন যুবক। তাঁর বক্তব্য, যখন মাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় পাশে পাননি। শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? তবে শেষ বয়েসের খাবার আর ওষুধ চেয়ে করা বৃদ্ধার আবেদনে না করতে পারেনি আদালত। বিচারপতি অমৃতা সিনহা যুবককে মায়ের প্রয়োজনীয় সামগ্রী ওষুধপত্রের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement