Advertisement
Advertisement
Kolkata

জন্মদিনের পার্টিতে তরুণীকে ‘গণধর্ষণ’, হরিদেবপুর থানায় দায়ের অভিযোগ

তদন্ত শুরু করেছে পুলিশ।

Woman victim of physical abuse in Kolkata

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 7, 2025 10:06 am
  • Updated:September 7, 2025 6:38 pm   

অর্ণব আইচ: ফের খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই পূর্ব পরিচিত ব্যক্তির বিরুদ্ধে। হরিদেবপুর থানার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

তরুণী হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা। বেশ কয়েকমাস আগে তাঁর সঙ্গে চন্দন মল্লিক নামে এক ব্যক্তির পরিচয় হয়। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় ওই ব্যক্তি। তার সূত্রেই তরুণীর সঙ্গে দীপ নামের এক যুবকের পরিচয়। তারা দু’জনে তরুণীকে ওই পুজো কমিটির সঙ্গে যুক্ত করিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। তাদের প্রায় কথা হত বলে জানা গিয়েছে।

এই আবহে গত পাঁচ তারিখ শুক্রবার তরুণীর জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে নির্যাতিতাকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত চন্দন ও দীপ। সেখানে তারা খাওয়াদাওয়া করেন। অভিযোগ, তরুণী বাড়ি ফিরে আসতে চাইলে অভিযুক্তরা বাধা দেয়।তারপরই দরজা আটকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতনের পর কোনওমতে বাড়ি ফিরে আসেন তরুণী।

বিষয়টি প্রথমে কাউকে না জানালেও, পরে পরিবারকে জানান তরুণী। শনিবার রাত নাগাদ হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত দুই যুবক এখনও পলাতক। তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ