রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মণিপুর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এবার পথে নামার সিদ্ধান্ত নিল মহিলা তৃণমূল। আগামী একমাস রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattyachriya)।
একাধিকবার নোটিস দেওয়া হয়েছে। অনুরোধ করা হয়েছে। এমনকী বিক্ষোভও দেখানো হয়েছে। কিন্তু মণিপুর ইস্যুতে সংসদে এখনও বিবৃতি দিতে রাজি হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পালটা কৌশল হিসাবে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতে পারে বিরোধী শিবির। বিরোধী জোট INDIA সুত্রে তেমনটাই খবর। এদিকে এবার মণিপুর কাণ্ডের প্রতিবাদে বাংলার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল মহিলা তৃণমূল। মঙ্গলবার চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “যে ঘটনা ঘটেছে সেটা অভাবনীয়। দলমত নির্বিশেষে মহিলারা এর প্রতিবাদ করছে। আমরা আগামিকাল থেকে জেলায় জেলায় প্রতিবাদ করব।”
এদিন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা প্রতিবাদ চালাব। বিরোধী জোট INDIA’র তরফে সংসদে যা দাবি করা হয়েছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দাবি করেছেন, তা মেনে যদি প্রধানমন্ত্রী মণিপুর ইস্যুতে মন্তব্য পেশ করেন সেক্ষেত্রে আলাদা বিষয়। অন্যথায় আগামী একমাস সমস্ত জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি চলবে।” প্রসঙ্গত, মণিপুরের পালটা শিক্ষা দুর্নীতিকে অস্ত্র করে এবার বিধানসভার (Assembly) বাদল অধিবেশনে নামতে চলেছে বিরোধী দল বিজেপি। এদিন পরিষদীয় দলের বৈঠকে সেসব রণকৌশল নিয়েই আলোচনা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.