অর্ণব আইচ: থানার সামনে থেকেই চুরি! তা আবার ছোটখাটো কোনও জিনিস নয়। ওসির গাড়ি চুরি। প্রগতি ময়দান থানা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল। যদিও শেষরক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, প্রগতি ময়দান থানার সামনে ওসির গড়ি আচমকা উধাও হয়ে যায়। তা নিয়ে হুলুস্থ্ূল কাণ্ড বাঁধে। কোথায় গাড়ি উধাও হয়ে গেল, তা খুঁজতে সিসিটিভি ফুটেজ দেখতে বসেন পুলিশকর্মীরা। তাতে দেখা যায় এক যুবক গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তার পরনে কমলা রঙের টি-শার্ট এবং হাফপ্যান্ট। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা ৮ মিনিট।
তড়িঘড়ি প্রতিটি থানায় খবর দেওয়া হয়। পুলিশের গাড়ির খোঁজে মোড়ে মোড়ে বাড়ানো হয় তল্লাশি। অবশেষে কসবা থানা এলাকায় ট্রাফিক গার্ড পুলিশের গাড়িটিকে আটকায়। তাকে পাকড়াও করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। এরপর ধৃতকে প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত ইমরান হোসেন। জানা গিয়েছে, বছর উনিশের ওই যুবক উত্তর দিনাজপুরের বাসিন্দা। সুদূর উত্তর দিনাজপুর থেকে কেন কলকাতায় এসে গাড়ি চুরি করল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। ওই যুবকের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করে এই ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেই আশা পুলিশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.