Advertisement
Advertisement
Princep Ghat

প্রিন্সেপ ঘাটে গঙ্গাবক্ষে নৌকায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মী বলে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত।

Youth arrested for allegedly physical assault young woman on a boat in the Ganges at Princep Ghat

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:August 31, 2025 5:22 pm
  • Updated:August 31, 2025 5:25 pm   

অর্ণব আইচ: কলকাতার প্রিন্সেপ ঘাটে গঙ্গাবক্ষে নৌকায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। সামাজিক মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল ওই যুবকের। আলাপ আরও বাড়লে নৌকা চড়ে গঙ্গা ঘোরানোর নামে প্রিন্সেপ ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই নৌকার মধ্যে নির্যাতন চলে বলে অভিযোগ। ধৃতের নাম দীপ ভট্টাচার্য।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয়েছিল অভিযুক্তের। গত মার্চ মাসে তাঁদের আলাপ হয় বলে খবর। দীপ ভট্টাচার্য নিজেকে ওই তরুণীর কাছে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। ক্রমে আলাপ বাড়লে তরুণী বিশ্বাস করে তাঁকে নিজের মোবাইল নম্বরও দিয়েছিলেন। ক্রমে আলাপ আরও বাড়ে। ওই তরুণীকে গঙ্গায় নৌকা করে ঘোরানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

সেই মতো ওই তরুণী প্রিন্সেপ ঘাটে হাজির হয়েছিলেন। প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত ঘোরার জন্য নৌকায় উঠেছিলেন দু’জনে। অভিযোগ, গঙ্গাবক্ষে নৌকার মধ্যেই ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে বললে ফল খারাপ হবে বলেও ভয় দেখানো হয়েছিল! ওই ঘটনার পর অভিযুক্ত ওই তরুণীকে ব্ল্যাকমেইল করে ৩৫ হাজার টাকাও হাতানো হয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত গত ১৪ জুলাই নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

পুলিশে অভিযোগ দায়েরের পরই অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় তল্লাশি করেও তাঁর খোঁজ মিলছিল না। অবশেষে শনিবার রাতে বেহালা থেকে অভিযুক্ত দীপকে পুলিশ গ্রেপ্তার করে। আজ, রবিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ